চাকরি জাতীয়করণের দাবিতে যমুনায় নকলনবিশদের স্মারকলিপি
৩১ অক্টোবর ২০২৪ ১৫:১৬
ঢাকা: সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশদের চাকুরী জাতীয়করণের দাবিতে স্মারকলিপি জমা দিতে প্রধান উপদেষ্টার বাসভবনে গেছেন সংগঠনটির সাত সদস্যের প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অবস্থান কর্মসূচির ১২তম দিনে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সাত সদস্যের প্রতিনিধি দলের যাওয়ার বিষয়টি ঘোষণা দেন সংগঠনের নেতারা।
এদিকে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) এসোসিয়েশন ও বৈষম্যবিরোধী নকলনবিশদের দাবী আদায় পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার (৩০ অক্টোবর) ১১তম দিনের মতো সাব রেজিস্ট্রি অফিসের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমূখে যাবার ঘোষণা দেয় সংগঠন দুটির নেতারা।
সাত সদস্যের প্রতিনিধি দলে সংগঠনের বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকলনবিশ) এসোসিয়েশনের সভাপতি ও বৈষম্য বিরোধী নকলনবিশ দাবী আদায় পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আল আমিন সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত ১৬ হাজার ২৪৬ জন নকলনবিশদের জাতীয়করণের দাবিতে ১৯৮২ সাল হতে আন্দোলন চলছে। এরই ধারাবাহিকতায় ২০ অক্টোবর থেকে অবস্থান লাগাতার অবস্থান কর্মসূচি চলছে।
স্বাধীনতা পরবর্তী সময়ে জাতীয় সংসদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ নকলনবিশদের চাকুরী জাতীয়করণের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন। এরপর সরকারের পালাবদল ঘটলেও নকলনবিশদের দাবি-দাওয়া পূরণ হয়নি।
বিগত প্রতিটি সরকারকে নকল নবীশদের চাকুরী জাতীয়করণের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছিল। একাধিকবার আশ্বাস দিলেও তাদের দাবি পূরণ হয়নি। তাই অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা পূরণের আবেদন জানান তারা।
সারাবাংলা/এনআর/এমপি