Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেবানন-ইসরায়েলের যুদ্ধবিরতি শিগগিরই

আন্তর্জাতিক ডেস্ক
৩১ অক্টোবর ২০২৪ ১৫:৪৬

লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি শীঘ্রই: নাজিব মিকাতি

বুধবার (৩০ অক্টোবর) লেবাননের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি আশাবাদ ব্যক্ত করেছেন যে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি আগামী কয়েক দিনের মধ্যেই ঘোষণা করা হতে পারে।

ইসরায়েলের জনসম্প্রচার প্রতিষ্ঠান কান একটি খসড়া চুক্তির কথা প্রকাশ করেছে যেখানে প্রথমে ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির পরিকল্পনা রয়েছে।

এই প্রস্তাবটি ওয়াশিংটনের পক্ষ থেকে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে কান। কানের তথ্যমতে, ৬০ দিনের যুদ্ধবিরতির প্রথম সপ্তাহের মধ্যেই ইসরায়েল লেবানন থেকে তার বাহিনী প্রত্যাহার করবে। এই খসড়াটি রয়টার্সের পূর্বে প্রকাশিত প্রতিবেদনগুলোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

লেবাননের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর এই চুক্তি বাস্তবায়িত সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।

অন্যদিকে মধ্যপ্রাচ্যের মার্কিন দূত আমোস হকস্টেইন প্রধানমন্ত্রী নাজিবের সাথে আলোচনায় জানিয়েছেন, নভেম্বরের ৫ তারিখের আগে চুক্তি সম্ভব হতে পারে।

ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ গত এক বছরে সংঘর্ষে লিপ্ত রয়েছে। গাজার সাথে হিজবুল্লাহর মিত্র হামাসের সহমর্মিতায় হিজবুল্লাহ ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং এর পর থেকেই সংঘর্ষ চলতে থাকে।

গত পাঁচ সপ্তাহে লেবাননে সংঘর্ষের মাত্রা অনেক বেড়ে গেছে এবং এই সময়ে প্রায় ৩ হাজার জন নিহত হয়েছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে চুক্তি নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সংগঠনের নতুন নেতা নাইম কাসেম জানিয়েছেন, নির্দিষ্ট কিছু শর্তে হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হতে পারে যদি ইসরায়েল চুক্তি করতে আগ্রহী হয়।

বিজ্ঞাপন

বুধবার (৩০ অক্টোবর) ইসরায়েল লেবাননের ঐতিহাসিক শহর বালবেকে বিমান হামলা চালায় এবং এর আশেপাশের গ্রামগুলোতে আক্রমণ করে। এর ফলে হাজার হাজার লেবানিজ নাগরিক নিরাপদ আশ্রয়ের জন্য এলাকা ত্যাগ করতে বাধ্য হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবারের (৩০ অক্টোবরের) এই আক্রমণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস জানিয়েছে, তাদের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা ব্রেট ম্যাকগার্ক এবং হকস্টেইন বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইসরায়েল সফর করবেন। এই সফরে গাজা, লেবানন, ইরান এবং অন্যান্য আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

সারাবাংলা/এনজে

যুদ্ধবিরতি লেবানন-ইসরায়েল সংঘাত

বিজ্ঞাপন
সর্বশেষ

চীন সফরে যাচ্ছেন বিএনপির ৪ নেতা
৩১ অক্টোবর ২০২৪ ১৬:৫৬

কুষ্টিয়ায় ব্যবসায়ী গুলিবিদ্ধ
৩১ অক্টোবর ২০২৪ ১৬:৪০

সম্পর্কিত খবর