কুষ্টিয়ায় ব্যবসায়ী গুলিবিদ্ধ
৩১ অক্টোবর ২০২৪ ১৬:৪০
কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে তরুণ শেখ (৪৮) নামে এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আশরাফ শেখ নামে আরো এক ব্যক্তি।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোররাতে উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত তরুণ শেখ একই এলাকার মৃত মোশাররফ শেখের ছেলে। তিনি জেলার বিভিন্ন এলাকায় ফেরি করে মশারি বিক্রি করেন।
গুলিবিদ্ধ ব্যবসায়ীর পরিবার ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার ভোররাতে স্থানীয় সাবেক মেম্বার খালেকের ছেলে রিপন, শিপন ও লিটনসহ ৬/৭ জন তাদের সহযোগীদের নিয়ে বেড় কালোয়া এলাকায় তরুণ শেখের বাড়ি যায়। এ সময় তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবৃদ্ধ হয় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
গুলিবিদ্ধ ব্যবসায়ীর ভাতিজা হামিদুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে স্থানীয় সাবেক মেম্বার খালেক ও তার ছেলেরা এলাকায় আধিপত্য বিস্তার করতেই নিরিহ মানুষের ওপর অন্যায়ভাবে নির্যাতন করে আসছে। সকালে তার চাচাকে গুলি করে হত্যার চেষ্টা করে। আমরা জিড়তদের বিচার চাই ‘
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার বলেন, তরুণ শেখ নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বাম হাতের কব্জির ওপরে ও বাম পায়ের হাটুর নিচে তিনটি গুলি লেগেছে। এখন তিনি শঙ্কা মুক্ত রয়েছেন।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘গুলিবিদ্ধ হওয়ার এমন কোনো ঘটনা ঘটেনি।’
সারাবাংলা/এসআর