Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বকেয়া জ্বালানি বিল ১২ লাখ টাকা, যানবাহন ব্যবহার বিরত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৪ ১৭:৩৭

রাঙ্গামাটি: জ্বালানি তেল সরবরাহ নিয়ে বিপাকে পড়ে যানবাহন ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এ সংক্রান্ত নির্দেশনা দেয় সংস্থাটি।

এ প্রসঙ্গে জানতে চাইলে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম বলেন, ‘জুলাই থেকে অক্টোবর পর্যন্ত জেলা পরিষদের জ্বালানি তেল সরবরাহ বাবদ ১২ লাখ টাকা বিল বকেয়া রয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠান বকেয়া পরিশোধ না করায় জ্বালানি সরবরাহে অপারগতা প্রকাশ করেছে। তাই ১ নভেম্বর থেকে পরিষদের যানবাহন ব্যবহার না করার জন্য অনুরোধ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। পরিষদের নিজস্ব ১১টি যানবাহন রয়েছে।’

চারতলা বিশিষ্ট জেলা পরিষদের নিচতলায় পরিষদের যানবাহনগুলোকে ফিতা দিয়ে ঘিরে রাখা হয়েছে। এতে কর্তৃপক্ষের নোটিসে লেখা আছে, ‘জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় সকলকে পরিষদের যানবাহন ব্যবহার হতে বিরত থাকতে অনুরোধ করা হলো।’

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সূত্রে জানা গেছে, পরিষদের চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলীর গাড়ি, ছোট-বড় পিকআপ, অ্যাম্বুলেন্সসহ মিলে মোট ১১টি গাড়ি রয়েছে প্রতিষ্ঠানটির। এছাড়া রয়েছে স্পিডবোটও।

জেলা পরিষদ সূত্রমতে, ৫ আগস্ট বিগত সরকার ক্ষমতাচ্যুত হলেও গত জুলাই মাস থেকে জেলা পরিষদের জ্বালানি তেল সরবরাহ বিল বকেয়া আছে। অন্যান্য সময়ে মাসিক প্রায় ৫ লাখ টাকা করে জ্বালানি বাবদ খরচ হলেও বিগত চার মাসে পরিষদের কার্যক্রম সীমিত থাকায় খরচ কিছুটা কম হয়েছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডেরসহ অন্যান্য প্রকল্প পরিদর্শনে গিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম শামিমুল হক ছিদ্দিকী।

সংশ্লিষ্টরা বলছেন, পার্বত্য সচিবের রাঙ্গামাটি জেলায় আগমন উপলক্ষে সচিবের নজরে জ্বালানি সরবরাহ সংকটের বিষয়টি আনার জন্য এমন কৌশলী ভূমিকা নিয়েছে জেলা পরিষদ।

সারাবাংলা/এসডব্লিউআর

জ্বালানী বিল বকেয়া যানবাহন ব্যবহার বিরত রাঙ্গামাটি

বিজ্ঞাপন
সর্বশেষ

আরো

সম্পর্কিত খবর