Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হচ্ছে বিপিজেএ ও ওয়ালটন ক্রীড়া উৎসব

সারাবাংলা ডেস্ক
৩১ অক্টোবর ২০২৪ ১৭:৩৮

বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঢাকা: বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন ও ওয়ালটনের যৌথ আয়োজনে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দাবা খেলা দিয়ে শুরু হচ্ছে বিপিজেএ ও ওয়ালটন-ক্রীড়া উৎসব-২০২৪। এ উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিপিজেএ’র সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে ক্রীড়া উৎসবের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজি বোরহান উদ্দিন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. রবিউল ইসলাম মিল্টন।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম খোকন সিকদারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক আব্দুল আজিজ ফারুকী। ক্রীড়া উদযাপন আহবায়ক উপকমিটির সদস্য হাবিবুর রহমান, হারুনর রশীদ রুবেলসহ সংগঠনের সদস্যবৃন্দ।

এবারের আয়োজনে পুরুষ সদস্যদের জন্য পাঁচটি খেলা যথাক্রমে- দাবা, শুটিং, ক্যারাম (একক), মেরাথন ও টেনিসবল নিক্ষেপ। নারী সদস্যদের জন্য লুডু খেলা হবে। প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদকে পুরস্কার প্রদান করা হবে।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর