নিউইয়র্কে নায়াগ্রা জলপ্রপাতে এক নারী ৫ মাসের শিশুসহ দুই সন্তানকে নিয়ে ঝাঁপ দিয়েছেন। এ ঘটনায় তিনজনই মারা গেছেন। বুধবার (৩০ অক্টোবর) নিউইয়র্ক পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় নিউইয়র্ক পোস্ট।
নিউইয়র্ক স্টেট পুলিশ জানিয়েছে, ‘সোমবার (২৮ অক্টোবর) চিয়্যান্টি মানে (৩৩) নামের ওই নারী লুনা দ্বীপের গার্ডেলের ওপর দিয়ে যাওয়া জলপ্রপাতটির ২০০ ফুট উচ্চতা থেকে তিনি ঝাঁপ দেন। তার সন্তানরা হলেন, মেকা মান (৫ মাস) ও রোমান রসম্যান (৯)।
পুলিশ বলছে, ‘ ওই নারী ইচ্ছাকৃতভাবে ঝাঁপ দিয়েছেন বলে ধারনা করা হচ্ছে। বুধবার পর্যন্ত উদ্ধারকারীরা তাদের মৃতদেহ উদ্ধার করতে পারেনি। বুধবার পর্যন্ত উদ্ধারকারীরা তাদের মৃতদেহ উদ্ধার করতে পারেনি।
ওই নারীর লিঙ্কডইন প্রোফাইল অনুসারে, তিনি একজন গার্হস্থ্য সহিংসতার পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন। তিনি বাফেলোর একটি স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেছেন। এমন মৃত্যুতে তার বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানাতে শুরু করেন।