Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি খামারে ১৭ মহিষের রহস্যজনক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৪ ১৭:৫৩

বাগেরহাটে অবস্থিত দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামার। ছবি: সারাবাংলা।

বাগেরহাট: বাগেরহাটে ফকিরহাটে অবস্থিত দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ১৭টি মহিষের রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে প্রজনন খামারের মাঠে মহিষগুলোর মৃত্যু হয়।

কেন্দ্রের আরও তিনটি মহিষ চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত মহিষগুলোর মৃত্যু ও অসুস্থতা সম্পর্কে সঠিক কোনো কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।

মহিষ প্রজনন খামারের কর্মী আক্তার হোসেন বলেন, সকাল ৬ টায় প্রজনন কেন্দ্রের শেড থেকে মহিষগুলো বাইরে বের করা হয়। ১০টার দিকে হঠাৎ দেখা যায় কিছু মহিষ মাঠে ছটফট করছে। এ সময় ১৭টি মহিষ সেখানে মারা যায়। আমরা দ্রুত সুস্থ মহিষগুলোকে শেডে ফিরিয়ে নিয়ে যাই।

বাগেরহাট জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. মনোহর চন্দ্র মন্ডল বলেন, মৃত মহিষগুলোর বিভিন্ন অর্গান স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। ৩টি মহিষ এখনো অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করলে সঠিক কারণ জানা যাবে।

মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের সিনিয়র সহকারী পরিচালক আহসান হাবীব বলেন, মহিষগুলোকে শেড থেকে মাঠে নেওয়ার পর কিছু মহিষ রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়ে। এ সময় ১৭টি মহিষ মারা যায়। মহিষগুলোর কেন মৃত্যু হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। পরীক্ষা-নিরীক্ষা জন্য স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে। পোস্টমর্টেমের রিপোর্ট পেলে মহিষের মৃত্যুর কারণ জানা যাবে।

সারাবাংলা/এসআর

উন্নয়ন খামার প্রজনন ফকিরহাট বাগেরহাট মহিষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর