Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাফ বিজয়ী পাহাড় কন্যাদের সংবর্ধনা দেওয়া হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৪ ২১:০৪ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ২১:০৮

রাঙ্গামাটি: উইমেন’স সাফ চ্যাম্পিয়ন বিজয়ী পাহাড়ের তিন কন্যাকে এবারও সংবর্ধনা দেওয়া হবে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে এ কথা জানিয়েছেন রাঙ্গামাটির জেলাপ্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন খান।

জেলা প্রশাসক বলেন, নেপালের কাঠমাণ্ডুতে টানা দ্বিতীয়বারের মতো উইমেন’স সাফ চ্যাম্পিয়ন বিজয়ী পাহাড়ের কন্যাদের এবারও সংবর্ধনা দেওয়া হবে। আমরা সংবর্ধনা আয়োজন নিয়ে পরিকল্পনা করছি।

গত বুধবার নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরেছে বাংলাদেশ নারী ফুটবল দলও। এবার দেশের হয়ে আলো ছড়ালো পাহাড়ের বীর কন্যারা। নেপালের গোলবারে যে দুইটি বল গিয়েছে; তার দুটোই দিয়েছেন পাহাড়ের বীর কন্যা কনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা।

বিজ্ঞাপন

শেষ দিকে ৮১তম মিনিটে ঋতুপর্ণার দুর্দান্ত এক গোলে ১-১ গোলে সমান ম্যাচে ফের পিছিয়ে পড়ল নেপাল। এর আগে, ৫২তম মিনিটে প্রথম গোলটি দিয়েছিল মনিকা চাকমা। অবশ্য প্রথম গোলের চার মিনিটের মাথায় গোল শোধ করে দিয়েছিল নেপাল। কিন্তু ঋতুপর্ণার দুর্দান্ত গোল আর শোধ করতে না পেরে নিজেদের মাঠে হেরেই মাঠ ছাড়লো।

খেলায় সেরা খেলোয়াড় হয়েছে রাঙ্গামাটির কন্যা ঋতুপর্ণা চাকমা এবং টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছে রূপনা চাকমা।

পাহাড়ের মেয়ে ঋতুপর্ণা চাকমার গ্রামের বাড়ি রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম মগাছড়ি গ্রামে। রূপনা চাকমার বাড়ি রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভূঁইয়াদাম গ্রামে। আর মনিকা চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার লক্ষ্মীছড়ি ইউনিয়নের সুমান্ত পাড়ায়।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

দূষিত নগরীর তালিকায় আজ ঢাকা ২৩তম
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৩

আরো

সম্পর্কিত খবর