হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের শুভেচ্ছা বিনিময়
৩১ অক্টোবর ২০২৪ ২১:৪৮
দিনাজপুর: দিপাবলী বা শ্যামাপুজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বিজিবি ও বিএসএফ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের মাঝে মিষ্টি উপহার ও শুভেচ্ছা বিনিময় হয়।
বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার নাঈমুল ইসলাম বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার মোবি শিং এর হাতে মিষ্টি তুলে দিয়ে বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা জানান। এর আগে সকালে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার নাইমুল ইসলাম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্যামাপূজা (দিপাবলী) উপলক্ষে মিষ্টি উপহার দিয়ে দুই বাহিনীর মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়েছে।
তিনি আরও বলেন, ‘সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সীমান্তে সুষ্ঠু ও সুন্দরভাবে দুই বাহিনী যেন একসঙ্গে মিলে মিশে কাজ করতে পারে সেজন্য দুই দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে। দীর্ঘদিন ধরে এধরনের রেওয়াজ চলে আসছে। এতে দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করছি।’
সারাবাংলা/এসআর