ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা, নিহত ৭
৩১ অক্টোবর ২০২৪ ২২:০২
উত্তর ইসরায়েলে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ রকেট হামলায় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মেটুলা এবং হাইফার অঞ্চলে সাতজন নিহত হয়েছে। ইসরায়েলের অভ্যন্তরে বেসামরিক নাগরিকদের জন্য এ মাসের মধ্যে সবচেয়ে মারাত্মক দিন গণ্য হচ্ছে।
দ্যা টাইম অব ইসরায়েলের প্রতিবেদন থেকে জানা যায়, কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে লেবানন ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে হিজবুল্লাহর হামলায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ইসরায়েলি কৃষক ও চার বিদেশি শ্রমিক রয়েছেন। হামলাটি ঘটেছে মেতুলা সীমান্ত এলাকায়। সেখানে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে সংঘাত চলছে।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী একটি বিবৃতিতে হামলা নিশ্চিত করে বলেছে, লেবানন থেকে মেটুলা এলাকায় দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে।
কয়েক ঘন্টা পরে, হাইফা অঞ্চলে একটি জলপাই গাছের মধ্যে থাকা অবস্থায় আরও দুই ব্যক্তি নিহত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, হিজবুল্লাহ ওই এলাকায় কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছিল।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করার আশায় ইসরায়েল ও লেবালনের সাথে আলোচনার মধ্যে নতুন করে এই হামলা হলো।
বুধবার (৩০ অক্টোবর) লেবাননের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি আশাবাদ ব্যক্ত করে বলেছিলেন, ‘ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি আগামী কয়েক দিনের মধ্যেই ঘোষণা করা হতে পারে।’
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নতুন প্রধান নাইম কাশেম বলেছেন, ‘সুনির্দিষ্ট শর্ত পূরণের ভিত্তিতে তাঁরা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হতে পারেন।’
অন্যদিকে মধ্যপ্রাচ্যের মার্কিন দূত আমোস হকস্টেইন প্রধানমন্ত্রী নাজিবের সাথে আলোচনায় জানিয়েছেন, নভেম্বরের ৫ তারিখের আগে চুক্তি সম্ভব হতে পারে।
সারাবাংলা/এইচআই