Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিটারে ৫০ পয়সা কমলো ডিজেল-কেরোসিন, অকটেন-পেট্রোল অপরিবর্তিত

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৪ ২২:১০

ডিজেল ও কেরোসিনের দাম কমলেও অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রয়েছে। ছবি: ফ্রিপিক

ঢাকা: বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও ডিজেল ও কেরোসিনের দাম কমিয়েছে সরকার। দুটি জ্বালানি তেলের দামই লিটারে কমেছে ৫০ পয়সা করে। তবে অটকেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। আগামীকাল শুক্রবার (১ নভেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জ্বালানি বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হচ্ছে। প্রাইসিং ফর্মুলার আলোকে নভেম্বর মাসের জন্য ডিজেলের দাম প্রতি লিটার ১০৫ টাকা ৫০ পয়সা থেকে ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা করা হয়েছে। কেরোসিনের দামও প্রতি লিটার ১০৫ টাকা ৫০ পয়সা থেকে ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ডিজেল-কেরোসিনের দাম কমানো হলেও অকটেন-পেট্রোলের দাম আগের মতোই রাখা হয়েছে। অর্থাৎ অকটেনের দাম প্রতি লিটার ১২৫ টাকা ও পেট্রোলের দাম প্রতি লিটার ১২১ টাকা অপরিবর্তিত থাকবে।

সারাবাংলা/টিআর

অটকেন কেরোসিন জ্বালানি তেল ডিজেল পেট্রোল বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ

বিজ্ঞাপন
সর্বশেষ

মোস্তাফিজকে রাখল না চেন্নাই
৩১ অক্টোবর ২০২৪ ২২:০৯

আরো

সম্পর্কিত খবর