Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি থেকে আলাদা হচ্ছে ৭ কলেজের প্রশাসনিক কার্যক্রম

স্পেশাল করসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৪ ২২:২২ | আপডেট: ১ নভেম্বর ২০২৪ ০২:৩৯

ঢাকা: সাত কলেজের শিক্ষার্থীদের প্রশাসনিক কাজ-কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা জায়গার ঠিক করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সাত কলেজের প্রশাসনিক কার্যক্রমের বিষয়টা আলাদাভাবে দেখা হবে। তাদের জন্য আলাদা রেজিস্ট্রার থাকবে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আজ যুব ও ক্রীড়া উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং সাত কলেজের প্রতিনিধিরা কথা বলেছেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা জায়গার ঠিক করা হবে। যেখানে সাত কলেজের প্রশাসনিক কাজ কর্ম করা যায়। তাদের বিষয়টা আলাদাভাবে দেখা হবে। তাদের আলাদা রেজিস্ট্রার থাকবে। পুরো বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় গ্র্যান্ড কমিশনের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্তে আসা হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সাত কলেজের শিক্ষার্থীদের জন্য একটা আলাদা সুবিধা দেওয়া হবে। তাদের জন্য সুনির্দিষ্ট ভবনে আলাদা ব্যবস্থা হবে এবং আলাদা রেজিস্ট্রি থাকবে। সেই সঙ্গে আলাদা অফিসিয়াল থাকবে। যাতে তাদের যে সার্ভিসটা দরকার সেটা যেন ভালোভাবে দিতে পারে।

সারাবাংলা/জিএস/এইচআই

বিজ্ঞাপন

দৌলতদিয়া নৌরুটে ঘাট সংকটে ভোগান্তি
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর