Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৪ ০১:২৬

র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। ফাইল ছবি

ঢাকা: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর শেওড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।

ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, সাবেক এই মন্ত্রীকে শুক্রবার (১ নভেম্বর) আদালতে উপস্থিত করা হবে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০১১ সালে উপনির্বাচনে প্রথমবারের মতো এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয় ও এ বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

সারাবাংলা/জিএস/টিআর

গ্রেফতার ডিএমপি র আ ম উবায়দুল মোকতাদির র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর