Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতা হচ্ছে জানিয়ে তীব্র নিন্দা ট্রাম্পের

সারাবাংলা ডেস্ক
১ নভেম্বর ২০২৪ ০১:৩৫

এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে জানিয়ে তীব্র নিন্দা জানান ডোনাল্ড ট্রাম্প। কোলাজ: সারাবাংলা

বাংলাদেশে হিন্দু ও খ্রিষ্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত হামলা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এই পোস্ট দিয়েছেন ট্রাম্প। পোস্টে প্রতিপক্ষ ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সমালোচনা করেছেন। আরও বলেছেন, ক্ষমতায় এলে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্ক জোরদার করবেন।

বিজ্ঞাপন

পোস্টে ট্রাম্প লিখেছেন, বাংলাদেশে চরম বিশৃঙ্খলা চলছে। সেখানে হিন্দু, খ্রিষ্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর চলমান বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি, যারা উন্মত্ত জনতার হামলার শিকার হচ্ছেন, লুটপাটের শিকার হচ্ছেন।

ট্রাম্প লিখেছেন, আমি ক্ষমতায় থাকলে এ ধরনের ঘটনা কখনোই ঘটতে পারত না। যুক্তরাষ্ট্র ও সারা বিশ্বে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, কমলা হ্যারিস ও জো বাইডেন তাদের উপেক্ষা করেছেন। ইসরায়েল থেকে শুরু করে ইউক্রেন এবং আমাদের দক্ষিণ সীমান্ত পর্যন্ত তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তবে আমরা আমেরিকাকে আবারও শক্তিশালী করে তুলব এবং শক্তিমত্তার মাধ্যমে শান্তি ফিরিয়ে আনব!

হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি বিশেষ দৃষ্টি থাকবে জানিয়ে ট্রাম্প লিখেছেন, চরম বামপন্থিদের ধর্মবিরোধী এজেন্ডা থেকেও আমরা যুক্তরাষ্ট্রে হিন্দুদের সুরক্ষা দেবো। আমার প্রশাসনের অধীনে আমরা ভারত ও আমার ঘনিষ্ঠ বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় করব।

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের সমালোচনা করে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, আরও বেশি নিয়ন্ত্রণ ও উচ্চ করের মাধ্যমে কমলা হ্যারিস আপনাদের ছোট ছোট ব্যবসায়িক উদ্যোগকে ধ্বংস করে দেবেন। অন্যদিকে আমি কর কমিয়ে দিয়েছিলাম, নিয়ন্ত্রণ কমিয়েছিলাম, জ্বালানির উৎপাদন বাড়িয়ে ইতিহাসের সেরা অর্থনীতি গড়ে তুলেছিলাম। আমরা আবারও সেটা (আমেরিকার অর্থনীতিকে শক্তিশালী) করব, আগের যেকোনো সময়ের তুলনায় বড় ও শক্তিশালী করে তুলব— এবং আমরা আবারও আমেরিকাকে মহান করে তুলব।

হিন্দু ধর্মাবলম্বীদের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প লিখেছেন, সবাইকে দীাবলির শুভেচ্ছাও জানাই। আশা করি, আলোর এই উৎসব দুষ্টের বিরুদ্ধে শিষ্টের জয় বয়ে আনবে।

সারাবাংলা/টিআর

ডোনাল্ড ট্রাম্প সংখ্যালঘু নির্যাতন সংখ্যালঘুর ওপর সহিংসতা

বিজ্ঞাপন
সর্বশেষ

জাপা অফিসে লুটপাটের অভিযোগ
১ নভেম্বর ২০২৪ ০০:১৬

বাংলাদেশের পরবর্তী অধিনায়ক কে?
৩১ অক্টোবর ২০২৪ ২৩:৩২

আরো

সম্পর্কিত খবর