Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভটভটি-সিএনজির সংঘর্ষে সেনাসদস্য ও ইমাম নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৪ ০১:৫৭

প্রতিকী ছবি

রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলায় একটি ভটভটি ও একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক সেনাসদস্য ও মসদিজের ইমাম। সিএনজি অটোরিকশায় থাকা আরও পাঁচজন আহত হয়েছেন। এ দুর্ঘটনায় জড়িত দুই যানের চালকদের আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সইপাড়া নামক স্থান এ দুর্ঘটনা ঘটে । নিহতদের মরদেহ রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে মোহনপুরে আরেক দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

নিহতরা হলেন— নওগাঁর মান্দা উপজেলার দাসপাড়ার মমতাজুল ইসলাম পলাশ (২১) ও রানীনগর উপজেলার উপর তালিমপুর গ্রামের মৃত তোতা হাজী আব্দুল কুদ্দুস (৪০)। মমতাজুল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত ছিলেন। আব্দুল কুদ্দুস ছিলেন মসজিদের ইমাম।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান জানান, রাজশাহী থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা মোহনপুরের কেশরহাটের দিকে যাচ্ছিল। মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে একই দিক থেকে আসা একটি মালবাহী ভটভটির সঙ্গে এর ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে পলাশ ও আব্দুল কুদ্দুস দুর্ঘটনাস্থলেই মারা যান।

এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুজন নিহতের ঘটনায় থানায় মামলা হবে বলে জানান ওসি।

এদিকে মোহনপুরে আরেক দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক আমিনুল ইসলাম (৪৭) নিহত হয়েছেন। রাজশাহী-নওগাঁ মহাসড়কের কেশরহাট বাঁশহাটা এলাকায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা আমিনুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

রাজশাহী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর