উ.কোরিয়ার সেনা মোতায়েনে মিত্রদের নীরবতায় জেলেনস্কির ক্ষোভ
১ নভেম্বর ২০২৪ ১৫:১৩
রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের সিদ্ধান্তে পশ্চিমা মিত্রদের শূন্য প্রতিক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি। তিনি বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সতর্ক করে বলেছেন, এ ধরনের দুর্বল প্রতিক্রিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই বাহিনী আরও বাড়াতে উৎসাহিত করবে।
দক্ষিণ কোরিয়ার কেবিএস টেলিভিশন চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানিয়েছেন, মস্কো ইতোমধ্যেই উত্তর কোরিয়ার প্রকৌশলী সেনা এবং বিপুল সংখ্যক বেসামরিক নাগরিককে রুশ সামরিক কারখানাগুলোতে কাজ করার জন্য পাঠানোর বিষয়ে চুক্তি করার চেষ্টা করছে।
জেলেনস্কি বলেন, ‘পুতিন পশ্চিমাদের প্রতিক্রিয়া যাচাই করছেন এবং আমার বিশ্বাস প্রতিক্রিয়াগুলো দেখে তিনি সিদ্ধান্ত নিয়ে এই বাহিনী আরও বাড়াবেন।’
১৩ অক্টোবর থেকে জেলেনস্কি প্রকাশ্যে এই বিষয়ে সতর্ক করে আসছেন। পশ্চিমা মিত্ররা এটি একটি বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি হিসেবে বর্ণনা করলেও এখনো কোনো প্রতিক্রিয়ামূলক পরিকল্পনা ঘোষণা করেনি বা এমন পদক্ষেপের প্রস্তুতির কথা জানায়নি।
দক্ষিণ কোরিয়া এই ইস্যুতে গোয়েন্দা সহায়তা এবং আরও বিস্তৃত সহযোগিতার প্রস্তাব দিয়েছে এবং ইউক্রেনে একটি সামরিক পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
সারাবাংলা/এনজে
উ.কোরিয়া ক্ষোভ পশ্চিমা ভ্লদিমির জেলেনস্কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ