Friday 01 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হানিফ ফ্লাইওভারের ওপর থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
১ নভেম্বর ২০২৪ ১৫:৩২

প্রতিকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ি মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর থেকে সেহেল মিয়া (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১নভেম্বর) ভোর ৬টার দিকে ধোলাইপাড় হানিফ ফ্লাইওভারের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে যাত্রাবাড়ি থানা পুলিশ। পরে ময়নতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

সেহেল মিয়ার (৩৮) বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার আকনকান্দি গ্রামে। বর্তমানে তিনি বাসাবোর কদমতলায় স্ত্রী শারমিন সুলতানা ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন।

যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আমির হোসেন বলেন, আজ ভোরে খবর পেয়ে ফ্লাইওভারের ওপরে যাত্রাবাড়ি গুলিস্তান সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, সোহেলের স্ত্রী শারমিন সুলতানার মাধ্যমে জানতে পেরেছি সোহেল একজন প্রাইভেটকার চালক ছিলেন। বৃহস্পতিবার দুপুরে প্রাইভেটকার নিয়ে সবুজবাগ বাসাবো এলাকায় একটি ওয়ার্কশপে যান। বিকাল পর্যন্ত বাসায় না ফেরায় শারমিন তার স্বামীকে খুঁজতে ওয়ার্কশপে যান। তবে সেখানকার মালিক জানায় সোহেল গাড়ি রেখে বাসায় চলে গেছে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও না পেয়ে রাত ১১টার দিকে সবুজবাগ থানায় সাধারন ডায়েরী করেন। ওয়ার্কশপের কিছু জায়গায় রক্ত পড়ে থাকতে দেখেছেন বলে জানান। তার স্ত্রী ওয়ার্কশপের মালিক ও কর্মচারীকে সন্দেহ করছেন। সোহেলের মাথায় ভোতা কোনো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। মাথায় গভীর ক্ষতচিহ্ন আছে।

এসআই বলেন, যেহেতু সবুজবাগ থানায় সাধারন ডায়েরী করেছে। সেহেতু মামলার তদন্ত সবুজবাগ থানা পুলিশ করবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর