Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরাকের ভূখণ্ড থেকে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১ নভেম্বর ২০২৪ ১৫:৩৭

হামলা চালানো প্রস্তুতি নিতে বলেছেন খামেনি

ইসরায়েলি বিমান হামলার পাল্টা জবাব দিতে ইরাকি ভূখণ্ড ব্যবহার করে হামলা করবে ইরান। ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই আসতে পারে এই হামলা। এমনটাই জানিয়েছেন ইসরায়েলি গোয়েন্দারা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক থেকে বিপুল পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালাতে পারে তেহরান।

গাজা যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা ছড়িয়ে পড়েছে, তার প্রভাবে তেহরান ও তেল আবিব নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফলে একাধিকবার তাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা সংঘটিত হয়েছে।

গত ১ অক্টোবরে ইসরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। এরপর থেকেই ইসরায়েল বড় হামলার হুমকি দিয়ে আসছিল। শেষ পর্যন্ত ২৫ অক্টোবর ইরানে হামলা চালায় ইসরায়েল। এতে চরজন নিহত হয়েছেন।

হামলার পর ২৮ অক্টোবর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন, ইসরায়েলি হামলার জবাব দিতে সব হাতিয়ার ব্যবহার করতে প্রস্তুত আছে তেহরান।

ইসরায়েল এরই মধ্যে জানিয়ে রেখেছে, ইরান ফের ক্ষেপণাস্ত্র হামলা চালালে তারা প্রতিশোধ নিতে বসে থাকবে না।

সারাবাংলা/এইচআই

ইসরায়েল-ইরান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর