চট্টগ্রামে পচা সুপারির বিষক্রিয়ায় ২ ভাইয়ের মৃত্যু
১ নভেম্বর ২০২৪ ১৬:৪৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়িতে পচা সুপারির বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলার পাইন্দং ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের হাজী গুন্নুমিয়া সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত দুজন হলেন- শফিউল আলম ও তার ছোট ভাই শহিদ উল্লাহ। অন্যদিকে অসুস্থ তিনজন হলেন- মো. তৌহিদ, মো. শফি ও করিম।
জানাগেছে, শফিউলের পরিবার দীর্ঘদিন ধরে সুপারির ব্যবসার সঙ্গে জড়িত। বাড়ির ভেতরে তৈরি করা একটি পাকা ট্যাংকে কাঁচা সুপারি বস্তা বেঁধে ঢুকিয়ে পচানো হয়। শুক্রবার ট্যাংকের পানি পরিবর্তনের জন্য নামলে পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কামাল উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করি। ট্যাংকটিতে সুপারি পচে অতিরিক্ত মিথেন গ্যাস তৈরি হয়েছিল। ফলে অক্সিজেনের অভাবে কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলে আর কেউ অসুস্থ হয়ে পড়ে। পরে শুনেছি হাসপাতালে দুজন মারা গেছে।’
সারাবাংলা/আইসি/এমপি