পলিথিন ব্যাগ ব্যবহার করায় ৫ দোকানিকে জরিমানা
১ নভেম্বর ২০২৪ ১৭:৫৩
কুষ্টিয়া: সুপারশপের পর কাঁচাবাজারেও নিষিদ্ধ হয়েছে পলিথিন ব্যাগ। নিষেধাজ্ঞা অমান্য করে পলিথিন ব্যাগ ব্যবহার করায় কুষ্টিয়ার পাঁচ দোকানিকে অর্থদণ্ড করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি। এসময় এক মুরগি ব্যবসায়ীর জরিমানা করা হয়।
শুক্রবার সকাল থেকে দুপুর পুর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা খাতুন বাজার মনিটরিংয়ে পৌর শহরেরসহ কয়েকটি বাজারে অভিযান চালিয়ে জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা খাতুন বলেন, দেশব্যপী পলিথিনের ব্যাগ ব্যবহার ও বাজারজাত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ পলিথিন ব্যবহারে কারণে পাঁচ দোকানিকে জরিমানা করা হয়। দামের অসংগতি পাওয়ায় এসময় এক মুরগি ব্যবসায়ীকেও অর্থদণ্ড করা হয়। নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার রোধে ও দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত থাকবে।
এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলসহ বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কাঁচাবাজারে শুক্রবার (১ নভেম্বর) থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ। সরকারের এই নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে মন্ত্রণালয়ের উদ্যোগে আজ থেকে কঠোর ‘মনিটরিং’ চালু হচ্ছে। পাশাপাশি পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে। এর আগে গত ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়।
সারাবাংলা/এসআর