Friday 01 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউনাইটেডের নতুন কোচ হলেন আমোরিম

স্পোর্টস ডেস্ক
১ নভেম্বর ২০২৪ ১৮:১৮

ইউনাইটেডের নতুন কোচ আমোরিম

গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছিল এরিক টেন হাগকে। তার পরিবর্তে সাবেক ইউনাইটেড তারকা রুড ভ্যান নিস্টলরয়কে দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব। এবার পূর্ণ মেয়াদে কোচ নিয়োগ করল ইউনাইটেড। পর্তুগিজ কোচ রুবেন আমোরিমই হচ্ছেন অল রেডদের নতুন কোচ। ৩৯ বছর বয়সে ইউনাইটেডের কোচ হয়ে নতুন ইতিহাস গড়লেন তিনি, হলেন প্রিমিয়ার লিগে ক্লাবের ইতিহাসের সর্বকনিষ্ঠ কোচ।

বিজ্ঞাপন

দায়িত্ব নেওয়ার আড়াই বছর পর গত ২৮ অক্টোবর কোচের পদ থেকে বরখাস্ত হন টেন হাগ। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন নিস্টলরয়। তবে গুঞ্জন উঠেছিল, খুব বেশিদিন এই দায়িত্ব পালন করতে পারবেন না তিনি। খুব দ্রুতই পূর্ণ মেয়াদে কোচের সন্ধানে নামবে ইউনাইটেড, শোনা যাচ্ছিল এমনটাই।

শেষ পর্যন্ত হয়েছেও সেটাই। এক সপ্তাহের মাঝেই পূর্ণ মেয়াদে কোচ নিয়োগের ঘোষণা দিল ইউনাইটেড। পর্তুগিজ কোচ আমোরিমকেই বেছে নিয়েছেন তারা। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের দায়িত্ব পালন করা আমোরিমকে ২০২৭ সাল পর্যন্ত নিয়োগ দিয়েছে ইউনাইটেড।

তবে আমোরিম এখনই দায়িত্ব নেবেন না দলের। নিস্টলরয় ইউনাইটেডের দায়িত্বে থাকবেন আরও ৩ ম্যাচ। চেলসি, পিএওকে ও লেস্টার সিটির বিপক্ষে ম্যাচের পরেই আমোরিমের হাতে দায়িত্ব হস্তান্তর করবেন তিনি। ২৪ নভেম্বর ইপসউইচ টাউনের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে আমোরিমের ইউনাইটেড মিশন।

কোচ হিসেবে স্পোর্টিং লিসবনে দারুণ করেছেন আমোরিম। ২০২০ সালে দায়িত্ব নেওয়ার পরপরই দলকে ১৯ বছর পর লিগ শিরোপা জিতিয়েছিলেন তিনি। এছাড়াও গত ৪ বছরে আমোরিমের অধীনে দল জিতেছে বেশ কয়েকটি ট্রফি।

সারাবাংলা/এফএম

ম্যানচেস্টার ইউনাইটেড রুবেন আমোরিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর