Friday 01 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ কলেজের অধিভুক্তি বাতিলে ঢাবি শিক্ষার্থীদের আলটিমেটাম

ঢাবি করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৪ ১৮:৪৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে বিক্ষোভ সমাবেশ

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাতিল না করলে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে তালা ঝোলানোর আলটিমেটাম দিয়েছে ঢাবি শিক্ষার্থীরা।

শুক্রবার (১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা। এসময় ‘শোনো ভাই শোনো বোন ঢাবির কোনো শাখা নেই’, ‘অধিভুক্তির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘অধিভুক্তি বাতিল করো ঢাবিকে মুক্ত করো’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা বলেন, ‘২০১৯ সালে আমরা প্রথম সাত কলেজ অধিভুক্তি বাতিলের জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু শেখ হাসিনা সরকার ও তৎকালীন ভিসি অধ্যাপক আখতারুজ্জামান আমাদের এ দাবি মেনে নেননি। এখন সাত কলেজের শিক্ষার্থীরাও আলাদা হতে চায়। তাহলে আবার কেনো তাদের অধিভুক্তই রাখা হচ্ছে। আমাদের মেয়েদের জন্য হলে সিট নেই। মেয়েদের হল নির্মাণের চিন্তা না করে তারা কিভাবে বিশ্ববিদ্যালয়ের ভেতর সাত কলেজের জন্য আলাদা ভবন করার কথা বলে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশিকুর ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘদিন থেকে সাত কলেজকে আলাদা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। কিন্তু তাদের টনক নড়ছে না। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বলেছেন, সাত কলেজকে নাকি ঢাবির অধিভুক্তই রাখা হবে। আবার তাদের জন্য নাকি আমাদের বিশ্ববিদ্যালয়ের ভেতরে আলাদা প্রশাসনিক ভবন করা হবে। আমরা তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই ঢাবি ক্যাম্পাসে যদি একটি ইটও গাঁথা হয় সেটা হবে মেয়েদের হলের জন্য অন্য কারো জন্য না।’

বিজ্ঞাপন

এসময় শিক্ষার্থীরা ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, যদি ৭২ ঘণ্টার মধ্যে সাত কলেজকে ঢাবি অধিভুক্তি থেকে বাতিল না করা হয় বিশ্ববিদ্যালয়েরসব একাডেমিক ভবনে তালা ঝুলবে।

সারাবাংলা/এআইএন/এইচআই

অধিভুক্তি বাতিল সাত কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর