Friday 01 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংখ্যালঘু ইস্যু নিয়ে ‘ষড়যন্ত্র’ ঠেকানোর আহ্বান মাহমুদুর রহমানের

স্পেশাল করসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৪ ১৯:৪৯

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় মাহমুদুর রহমান, ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: সংখ্যালঘু ইস্যু নিয়ে ‘ষড়যন্ত্র’ ঠেকাতে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী দেশপ্রেমিক শক্তিকে মাঠে নামার আহ্বান জানিয়েছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

মাহমুদুর রহমান বলেন, ‘ফ্যাসিষ্ট হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো বহাল তবিয়তে আছে। দোসররা সংখ্যালঘু কার্ড নিয়ে হিন্দুত্ববাদী এবং ভারতীয় আধিপত্যবাদী নানা ধরনের চক্রান্তে লিপ্ত। এ চক্রান্ত প্রতিহত করা না গেলে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। এ হুমকি প্রতিহত করতে হলে জুলাই বিপ্লবের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী দেশপ্রেমিক শক্তিকে মাঠে নামতে হবে।’

আন্দোলনের পর শিক্ষার্থীদের মধ্যে একাধিক সংগঠনের আবির্ভাব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা আধিপত্যবাদ বিরোধী আন্দোলনকে দূর্বল করে দিতে পারে। জুলাই বিপ্লবের বিজয় নিশ্চিত করতে হলে পতিত ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে আরও অনেকদিন রাস্তায় থাকতে হবে। অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণ হবে। কিন্তু নির্বাচনের জন্য তাড়াহুড়ো করতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে দুরত্ব সৃষ্টি করা যাবে না।’

নগরীর লাভলেইনে সিএমইউজে কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ।

সভায় আরও বক্তব্য রাখেন, আমার দেশ’র চট্টগ্রাম ব্যুরো প্রধান জাহিদুল করিম কচি, সিএমইউজে’র সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতির সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, সিএমইউজের সাংগঠনিক সম্পাদক ও একাত্তর টেলিভিশনের বিভাগীয় ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান মজুমদার নাজিমুদ্দিন, সিএমইউজের সিনিয়র সদস্য শহিদুল ইসলাম, বাসসের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আরিফ, সিনিয়র সদস্য আমিনুল ইসলাম, আবু সুফিয়ান, শাহনেওয়াজ রিটন, ফারুক মুনির।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এইচআই

দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সংখ্যালঘু ইস্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর