‘কিছু কিছু আলেম হাত পাতেন, এটা অসম্মানের’
১ নভেম্বর ২০২৪ ২০:২৩ | আপডেট: ১ নভেম্বর ২০২৪ ২০:২৫
চট্টগ্রাম ব্যুরো: আত্মনির্ভরশীল হতে ইমামদের ব্যবসা করার তাগিদ দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘কিছু কিছু আলেম আছেন যারা সারাজীবন অথবা রমজান এলে মানুষের কাছে গিয়ে হাত পাতেন। এটা অত্যন্ত অসম্মানের কাজ।’
শুক্রবার (১ নভেম্বর) চট্টগ্রামে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ কোর্সের ১১৬১তম দলের প্রশিক্ষণার্থীদের নিয়ে এক আলোচনা সভায় উপদেষ্টা এসব কথা বলেন। নগরীর পাহাড়তলীতে চট্টগ্রাম ইমাম প্রশিক্ষণ একাডেমিতে এ সভা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেন, ‘ইমামদের ইমামতির পাশাপাশি আত্মনির্ভরশীল হতে হবে। ইমামরা ব্যবসায়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারেন। বিভিন্ন প্রকল্প আছে। ব্যবসার জন্য আর্থিক সহায়তা লাগলে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে ক্ষুদ্রঋণ সহায়তা দেয়া হবে।’
তিনি আরও বলেন, ‘ক্ষুদ্রঋণ মানে, এখানে কোনো সুদ নেই। শুধুমাত্র কিস্তি আকারে ধাপে ধাপে পরিশোধ করলে হবে। তবে এ ঋণের শর্ত হচ্ছে, প্রশিক্ষিত ইমাম হতে হবে। প্রশিক্ষিত না হলে তাকে ঋণ দেয়া হবে না।’
ইসলামের অনেক বড় বড় জ্ঞানীরা ব্যবসায় জড়িত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘হযরত আবদুর রহমান ইবনে আউফ মদিনার প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। তাদের দেখানো পথে আলেম সমাজ এগিয়ে এলে পরনির্ভরশীলতা থেকে মুক্তি পাবে। সুতরাং ব্যবসা করা কোনো দোষের কিছু নয়। কিন্তু মজুতদারি করে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে পণ্যর দাম বাড়ানো, ওজনে কম দেয়া- এগুলো হারাম। আলেম সমাজ ব্যবসায় জড়িত থাকলে জাতি হারাম থেকে বাঁচবে।’
উপদেষ্টা খালিদ আরও বলেন, ‘কিছু কিছু আলেম আছেন যারা সারাজীবন অথবা রমজান এলে মানুষের কাছে গিয়ে হাত পাতেন। এটা অত্যন্ত অসম্মানের কাজ। হাদিয়া দেওয়া সুন্নত কিন্তু নিজ থেকে চাওয়াটা অন্যায়। অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকার মধ্যে কোনো সম্মান নেই। নিজ উদ্যোগে হাঁস-মুরগি ও ছাগল পালন করে সেগুলো নিয়ে ব্যবসা করার মাধ্যমেই সন্মান অর্জন করা সম্ভব।’
চট্টগ্রাম ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মো. আশরাফুজ্জামানের সভাপতিত্বে সভায় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক বোরহান উদ্দীন মো. আবু আহসান বক্তব্য রাখেন।
সারাবাংলা/আরডি/এইচআই
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ