Thursday 02 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে মারধরে প্রাণ গেল পল্লী চিকিৎসকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৪ ১১:৫৭

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের কিল-ঘুষি ও লাথির আঘাতে মো. আব্দুল্লাহ (৫৫) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।

শুক্রবার (১ নভেম্বর) রাত পৌনে ১০টায় উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে এবং পেশায় পল্লী চিকিৎসক ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ি পাশে আয়োজিত ব্যাটমিন্টন খেলা উপভোগ করছিলেন পল্লী চিকিৎসক আব্দুল্লাহর ছোট ছেলে সজীব। খেলার মাঠে তুচ্ছ ঘটনা নিয়ে সজীব ও একই এলাকার আলী হোসেনের ছেলে আনোয়ারের বাগবিতন্ডা হয়।

একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ বাড়িতে ফিরে যান। রাত পৌন ১০টার দিকে আনোয়ার ও তার ১০ থেকে ১৫ অনুসারী মিলে পল্লী চিকিৎসক আব্দুল্লাহর ওপর হামলা চালায়। ওই সময় তাদের কিল-ঘুষি, লাথি ও টর্চলাইটের আঘাতে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহতের ছেলে রাসেল মিয়ার অভিযোগ, খেলার মাঠে আমার ভাইকে লাথি মারে আনোয়ার। তারপর আবার বাড়িতে এসে আমার বাবা ও ভাইদের ওপর হামলা চালায়। ইউপি মেম্বার এরশাদ মিয়া, আলী হোসেন ও লিটন মিয়া আগে থেকেই আমার পরিবারের কাছে চাঁদা দাবি করে আসছিল। আজকের ঘটনা এবং পূর্বশক্রতার জের ধরেই আমার বাবাকে হত্যা করেছে তারা।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার জানান, নিহতের শরীরে কিল-ঘুষির দাগ আছে। হামলাকারীরা স্থানীয় এক ইউপি মেম্বারের অনুসারী বলে জানা গেছে। মরদেহ সুরতহাল শেষে মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর