ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোডে সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত এক বৃদ্ধ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স আনুমানিক ৬৫ বছর।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই বৃদ্ধকে পথচারীরা ঢামেক হাসপাতালে ভর্তি করেন। শনিবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওই বৃদ্ধকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা শাহাজালাল লিখন বলেন, শুক্রবার রাতে কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের ওপড় দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলাম। এ সময় ওই ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে কয়েকজন মিলে তাকে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পঙ্গু হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, ওই ব্যক্তির কোনো নাম-পরিচয় জানা যায়নি। কোন যানবাহনের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে সেটাও জানা সম্ভব হয়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ব্যক্তিকে রাতে পথচারীরা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ সকালে মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।