Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৪ ১৪:৩১ | আপডেট: ২ নভেম্বর ২০২৪ ১৭:২৯

মরদেহ দেখতে স্থানীয়দের ভীড়। ছবি: সারাবাংলা

নরসিংদী: নরসিংদীর পলাশে ইউনুস মিয়া অপু (১৭) নামে এক ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০২ নভেম্বর) দুপুরে উপজেলার গজারীয়া ইউনিয়নের নোয়াকান্দা-বক্তারপুর এলাকার একটি কলা খেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অপু মিয়া শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও এলাকার নয়ন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার (০১ নভেম্বর ) সকালে বাড়ি থেকে ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে বের হয় অপু মিয়া। রাত হয়ে গেলেও সে বাড়ি না ফেরায় আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। পরে আজ সকালে পলাশের নোয়াকান্দা এলাকার একটি কলাখেতের পাশে স্থানীয়রা একটি গলাকাটা মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মরদেহের খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।

বিজ্ঞাপন

পশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, ইজিবাইক ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হয়েছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ছিনতাই করা ইজিবাইক উদ্ধার চেষ্টার পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর