সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা
২ নভেম্বর ২০২৪ ১৪:৩৭ | আপডেট: ২ নভেম্বর ২০২৪ ১৬:২০
জামালপুর: জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ও জামালপুর-৫ সদর আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ আওয়ামী লীগের ১০ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) জামালপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদত হোসেন সাগর বাদী হয়ে সদর থানায় এই মামলা দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন- শহরের বেলটিয়া এলাকার বিমান বাহিনীর অবসর প্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন সফিকুল ইসলাম (৬০), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী (৬২), সাবেক মেয়র ছানোয়ার হোসেন ছানু (৫২), জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ (৪৫), জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি (২৬), পাথালিয়া এলাকার আব্দুর রহিমের ছেলে রেজুয়ান রাজন (২৪), মেলান্দহ উপজেলার চরশুকনা গ্রামের মোকলেছুর রহমান (৫৫), একই এলাকার মুকলেছুর রহমানের ছেলে সাইফুল্লা ইসলাম (৩০), পাথালিয়া এলাকার সাকিবুল আহসান (২৬)। এছাড়াও এই মামলায় নাম পরিচয়হীন আরও ২০০/৩০০জনকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত ৩ আগস্টে জামালপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্র জনতা একটি মিছিল বের করেন। মিছিলটি মির্জা আজম চত্বর হয়ে নতুন হাইস্কুলে মোড় অতিক্রম করার সময় আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশি-বিদেশি অস্ত্র, আগ্নেয়াস্ত্রসহ হামলা করে। এ সময় শর্টগান ও পিস্তল দিয়ে ছাত্রদের ওপর গুলি করা হয়। এতে সাধারণ শিক্ষার্থীদের কয়েকজন আহত হয় ও আন্দোলন ছত্রভঙ্গ হয়ে যায়।
জামালপুর সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ১০ জনকে আসামি করে শাহাদাত হোসেন সাগর বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এছাড়া মামলায় অজ্ঞাত নামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।
সারাবাংলা/ইআ