জম্মু ও কাশ্মীরে সংঘর্ষে নিহত ২ জনের একজন বিদেশি
২ নভেম্বর ২০২৪ ১৪:৫৯
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় শনিবার (২ অক্টোবর) নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই সন্ত্রাসী নিহত হয়েছেন। সংঘর্ষটি দক্ষিণ কাশ্মীরের শাংগুস-লারনু এলাকার হালকান গলি অঞ্চলে ঘটে। নিহতদের মধ্যে একজন বিদেশি ও অপরজন স্থানীয় বলে জানা গেছে। তবে তাদের দলীয় পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিযান এখনও চলমান এবং বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন তারা।
অন্যদিকে, শ্রীনগরের খানিয়ার এলাকায় আরেকটি সংঘর্ষ চলছে। সেখানে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার (১ নভেম্বর) বন্দিপোরা জেলায় সন্ত্রাসীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। সেখান থেকে সন্ত্রাসীরা পালিয়ে জঙ্গলে আশ্রয় নেয়। তাদের ধরতে তল্লাশি অভিযান চলছে বলে গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’-এর খবরে জানা যায়।
অন্যদিকে, শুক্রবার (১ নভেম্বর) কাশ্মীরের বুদগাম জেলায় দুই শ্রমিকের ওপর সন্ত্রাসী হামলা হয়, যারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, কাশ্মীর উপত্যকায় সাম্প্রতিক সময়ে হামলার সংখ্যা বেড়েছে, যা নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতা উদ্বেগ প্রকাশ করেছেন।
সারাবাংলা/এনজে