থানা থেকে পুলিশের ৩টি মোটরসাইকেল চুরি
২ নভেম্বর ২০২৪ ১৭:৪২
কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা থানার গ্যারেজ থেকে পুলিশের তিনটি মোটরসাইকেল চুরি হয়েছে। থানা থেকে চুরি হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শবিবার (২ নভেম্বর) চুরির বিষয়টি জানাজানি হয়। এর আগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া মোটরসাইকেল মালিকরা হলেন- থানার উপপরিদর্শক (এসআই) আলামিন, কনস্টেবল সোহেল ও মাসুদ।
জানা গেছে, ওই রাতে থানার গ্যারেজে মোটরসাইকেল তালা দিয়ে রাখেন তিন পুলিশ। কাজ শেষে ফিরে দেখেন মোটরসাইকেল নেই। চোরের দল ১৫০ সিসির বাজাজ পালসার ব্র্যান্ডের তিনটি মোটরসাইকেল নিয়ে গেছে।
এ ঘটনায় সচেতন নাগরিক কমিটির কুষ্টিয়ার সভাপতি রফিকুল আলম টুকু বলেন, থানার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির ঘটনাটি লজ্জার বিষয়। এটি দায়িক্তপ্রাপ্ত কর্মকর্তাদের অবহেলা। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় চুরির মামলা হয়েছে। মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
সারাবাংলা/এসআর