বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দাবি ডিজি শাকিলের পুত্র রাকিনের
২ নভেম্বর ২০২৪ ১৭:৫৩ | আপডেট: ২ নভেম্বর ২০২৪ ২০:০৭
ঢাকা: পিলখানায় নৃশংস বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্দোষ বিডিআর সদস্যদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বিডিআরের সাবেক ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ ভূঁইয়া।
শনিবার (২ নভেম্বর) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
‘পিলখানা ট্রাজেডি ভুক্তভোগী ও নিরাপরাধ বিডিআর বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দেশবাসী প্রত্যাশা’ শীর্ষক এ আলোচনা সভা আয়োজন করে বিডিআর কল্যাণ পরিষদ।
ব্যারিস্টার রাকিন আহমেদ ভূঁইয়া বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ ফজলে নূর তাপস, শেখ ফজলুল করিম সেলিম সরাসরি পিলখানা হত্যাকাণ্ডে জড়িত। তারা একটি বিদেশি রাষ্ট্রের (ভারত) সঙ্গে ষড়যন্ত্র করে দেশের সেনা অফিসারদের হত্যা করেছেন। কলঙ্ক লেপন করেছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনীর ললাটে। আমরা এই হত্যাকাণ্ডের পুনঃতদন্ত, দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্দোষ বিডিআর সদস্যদের নিঃশর্ত মুক্তি চাই।’
তিনি বলেন, ‘পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তা হত্যা করে বিডিআর বাহিনীকে ধ্বংস ও পথে বসানো এবং সেনাবাহিনীকে দুর্বল করার সুপরিকল্পিত প্রয়াস চালানো হয়। ফ্যাসিস্ট সরকার সুপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে আমাদের অভিভাবকহীন করে ফেলে। শত শত নিরাপরাধ বিডিআর জোয়ান মিথ্যা মামলায় কারাগারে অবস্থান করছে। আজও পর্যন্ত তাদের মুক্তি মেলেনি। যারা কারাভোগ করছে, তাদের পরিবারগুলোও নিঃশেষ হয়ে গেছে। তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে অনতিবিলম্বে মুক্ত করে চাকরিতে পুনঃবহাল করতে হবে। এ কাজ করার মধ্যে দিয়ে আপনি (প্রধান উপদেষ্টা) ১৮ হাজার বিডিআর সদস্যের পরিবারের কাছে চিরস্মরণী হয়ে থাকবেন।’
ব্যারিস্টার রাকিন আহমেদ ভূঁইয়া বলেন, ‘ওই দিনের ঘটনায় যারা প্রকৃত দোষী তারা সকলে আইনানুগ শাস্ত ভোগ করুক— এটা আমাদের সকলের দাবি। আমি আবারও বলছি, জোর দিয়ে বলছি, ওই দিনের ঘটনায় যারা প্রকৃত দোষী তারা সকলে শাস্তি ভোগ করুক।’
বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি মো. ফয়জুল হক, ‘পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্য’র আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আজিজসহ ১৭টি শহিদ পরিবারের সদস্যরা।
সারাবাংলা/এজেড/ইআ