Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষমতায় যেতে রাজনীতিবিদরা উসখুস করছেন

স্পেশাল করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৪ ১৮:৪৪ | আপডেট: ২ নভেম্বর ২০২৪ ২০:০৭

ঢাকা: অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু, রেল এবং বিদ্যৎ, জ্বালানি উপদেষ্টা ড. ফাওজুল কবির খান বলেছেন, রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে উসখুস করছেন। আবার আমরাও নিজ পেশায় ফিরে যেতে চাই। সুতরাং সময় খুব কম। আমরা চাই যতটা সম্ভব দুর্নীতি কমিয়ে দিয়ে যেতে।

শনিবার (২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) ও চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে
‘সংস্কার ও টেকসই উন্নয়নের সমন্বয়ে সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, এ অন্তর্বতী সরকারের কাছে মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। সকলে ভাবেন আমাদের কাছে জাদুর কাঠি আছে। আসলে কিছু নেই আমাদের কাছে। সরকারের কোষাগারে টাকা নেই, উল্টো ঋনের বোঝা বেশি।

বিজ্ঞাপন

তিনি বলেন, রাজনীতিবিদরা উসখুস করছেন কবে ক্ষমতায় আসবেন। আমরাও চাই নিজেদের কাজে ফিরে যাই। বিদ্যুত ও জ্বালানি খাতে দুর্নীতি, গ্যাস বিদ্যুতের দাম নিয়ে ক্ষুদ্ধ মানুষ। আমরা এখানে একটা কাজ করেছি, দুর্নীতির কাঠামো ভেঙে দিয়েছি। বিইআরসির আগের কাজ ফিরিয়ে দিয়েছি। গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরনই আমাদের লক্ষ্য। আমরা দুর্নীতি যতটা সম্ভব কমিয়ে সংস্কার করবো। আর এসব কাজে গণমাধ্যমকর্মীদের সহযোগীতা চান তিনি।

এসময় অবকাঠামো খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ দেন অনুষ্ঠানে আলোচক অন্যান্য অতিথিরা।

সারাবাংলা/জেআর/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর