Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় পার্টির বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৪ ১৮:১৪

রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল। ছবি: সারবাংলা।

রংপুর: রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা।

শনিবার (২ নভেম্বর) বিকেলে নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পুলিশ লাইন্স হয়ে পায়রা চত্ত্বরে এসে শেষ হয়। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সাবেক সিটি মেয়র ও পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।

বিজ্ঞাপন

সমাবেশে মোস্তাফিজার রহমান বলেন, সন্ত্রাসীরা আগুন দিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের নিচতলা ক্ষতিগ্রস্ত করেছে। ভাঙচুর করেছে আসবাবসহ অন্যান্য সামগ্রী। কার্যালয়ের দেয়ালে থাকা জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ম্যুরাল ক্ষতিগ্রস্ত করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলার সদস্য সচিব আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেনসহ পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর করে আগুন দেওয়া হয় বৃহস্পতিবার রাতে। শনিবার এই কার্যালয়ের সামনেই দলটি সমাবেশের ঘোষণা দিয়েছে। তবে ৬৬ পাইওনিয়ার রোডের এই ভবনসহ আশপাশের এলাকায় শনিবার সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ডিএমপি।

কাকরাইলে এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করায় পূর্বঘোষিত শনিবারের (২ নভেম্বর) সমাবেশ ও বিক্ষোভ মিছিল স্থগিত করেছে জাতীয় পার্টি। শুক্রবার (১ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

জাতীয় পার্টি বিক্ষোভ রংপুর

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর