Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৪ ১৮:৫০

এম এ রশিদ হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি নিহত

জামালপুর: জামালপুরে এম এ রশিদ হাসপাতালে ভুল চিকিৎসার কারণে নিহত হয়েছেন এক প্রসূতি নারী।

বৃহস্পতিবার (১ নভেম্বর) এই নারীকে সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি করা হয় এবং পরদিন শনিবার (২ নভেম্বর) ভোরে তার মৃত্যু হয়।

নিহত প্রসূতি নারীর নাম হাসি বেগম। তিনি জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শীতলকুর্শা এলাকার নুরুল মল্লিকের স্ত্রী।  তাদের আরাফাত, মুন ও মনি নামে আরও ৩টি সন্তান রয়েছে।

তাদের চতুর্থ সন্তান প্রসবের সময় এ ঘটনা ঘটে। তবে নবজাতকটি সুস্থ রয়েছে।

এই ঘটনায় নিহতের স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়।

নিহত হাসি বেগমের স্বজনরা অভিযোগ করেন, হাসি বেগমকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় এম এ রশিদ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর স্ত্রী প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. রুমানা আরমানের তত্ত্বাবধানে শুক্রবার সন্ধ্যায় অপারেশন থিয়েটারে নেওয়া হয়। প্রায় দুই ঘন্টার অপারেশন শেষে রাত সাড়ে ৯টায় রোগীর অবস্থা খারাপ ও রক্তক্ষরণ হচ্ছে বলে রক্ত চাওয়া হয়। একে একে ১৪ র‍্যাগ রক্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর রাত সাড়ে ৩টার দিকে রোগীর অবস্থা মুমূর্ষ বলে আইসিইউতে নিয়ে যায়।

কিছুক্ষণ আইসিইউতে রাখার পরে শনিবার (২ নভেম্বর) ভোর রাতে হাসি বেগমকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।

সারাবাংলা/এসডব্লিউআর

জামালপুর ভুল চিকিৎসা মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর