৭ নভেম্বর সরকারি ছুটি পুনর্বহাল করতে হবে : মীর হেলাল
২ নভেম্বর ২০২৪ ২০:০১
চট্টগ্রাম ব্যুরো: সাত নভেম্বরের সরকারি ছুটি পুনর্বহালের দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
শনিবার (২ নভেম্বর) বিকেলে নগরীর নুর আহমদ সড়কের নাসিমন ভবনের দলীয় কার্যালয় প্রাঙ্গনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনের প্রস্তুতি সভায় তিনি এ দাবি জানান। চট্টগ্রাম মহানগর বিএনপি এ প্রস্তুতি সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছিল। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন হয়, মুক্ত অর্থনীতি, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা হয়। এদিনে বাংলাদেশ আধিপত্যবাদ থেকে বেরিয়ে এসেছিল। তাই এ দিনটিকে নতুন প্রজন্মের সামনে নিয়ে আসতে হবে। ৭ নভেম্বরের সরকারি ছুটি পুর্নবহাল করতে হবে।’
সভাপতির বক্তব্যে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, ‘৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস জাতির ঐক্যের দিন। এ চেতনাকে আবার পুনঃস্থাপিত করতে হবে। আওয়ামী লীগ বিগত ১৬ বছর নতুন প্রজন্মকে ৭ নভেম্বর সম্পর্কে জানতে দেয়নি। তবে তারা বিপ্লব ও সংহতি দিবসকে ইতিহাস থেকে মুছলেও মানুষের মন থেকে মুছতে পারেনি।’
নগর কমিটির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ‘৭ নভেম্বর বাংলাদেশের অগ্রগতি-উন্নয়নের সূচনা হয়েছিল। ৭ নভেম্বরকে মনেপ্রাণে ধারণ করতে হবে।’
উল্লেখ্য, ৭ নভেম্বরকে বিএনপি ও সমমনা দলগুলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে। চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে এবার দিবসটি উপলক্ষে দশদিনের কর্মসূচি নেওয়া হয়েছে।
এদিন সকাল ভোর ৬ টায় দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন এবং মাইকে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ভাষণ প্রচার করা হবে। সকালে জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ করা হবে। এছাড়া ৯ নভেম্বর চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ আরও বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপি নেতা আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, সফিকুর রহমান স্বপন, নিয়াজ মোহাম্মদ খান, এস এম আবুল ফয়েজ, কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, মন্জুর আলম চৌধুরী মন্জু, নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, নগর জাসাসের আহবায়ক এম এ মুছা বাবলু ও সদস্য সচিব মামুনুর রশীদ শিপন, নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।
সারাবাংলা/আরডি/এইচআই
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাত নভেম্বরের সরকারি ছুটি