খুলনায় জাতীয় পার্টি কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ
২ নভেম্বর ২০২৪ ২১:২৭
খুলনা: খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় নগরীর ডাকবাংলা মোড়ে অবস্থিত কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যা নগরীর শিববাড়ী মোড়ে ছাত্র-জনতা সমাবেশ করে। সমাবেশ থেকে ছাত্র-জনতা মিছিল নিয়ে শহীদ হাদিস পার্কের দিকে যেতে থাকে। ওই পথে জাতীয় পার্টির কার্যালয়। কার্যালয়ের সামনে গিয়ে উত্তেজিত হয়ে পড়ে ছাত্র-জনতা। এসময় তারা কার্যালয়ের সাইনবোর্ড, চেয়ার-টেবিলসহ আসবাব ভাঙচুর করে।
খুলনা জেলা পার্টির সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু বলেন, যখন ভাঙচুর ও লুটপাট করা হয়, সে সময় মাগরিবের নামাজ চলছিল। বেশিরভাগ নেতাকর্মী দলীয় কার্যালয়ে ছিল না। যে কারণে কেউ বাধা দিতে পারেনি। ৫০-৬০ জনের একদল যুবক তাদের কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে।
তিনি আরও বলেন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগে জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে রোববার বিকালেবিক্ষোভ মিছিল করা হবে। এছাড়াও মামলা দায়ের করা হবে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুনীর উল গিয়াস বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। প্রয়োজনে রোববারও পুলিশ মোতায়েন থাকবে। জাতীয় পার্টির নেতারা অভিযোগ দিলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সারাবাংলা/এসআর