Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসসিসি মার্কেট ফেডারেশনের সভাপতি বাসেত, সাধারণ সম্পাদক আনোয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৪ ২১:৩৬ | আপডেট: ২ নভেম্বর ২০২৪ ২১:৩৮

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মার্কেট ফেডারেশনের কার্য নির্বাহী কমিটি পুর্নগঠন

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মার্কেট ফেডারেশনের কার্য নির্বাহী কমিটি পুর্নগঠন করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) এক সভার মাধ্যমে ওই কমিটি গঠন করা হয়।

এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮৬টি মার্কেটের মধ্যে ৫৩টি মার্কেটের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। সংগঠনটির সাবেক সহ-সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলার মামুন আহম্মেদ, এফবিসিসিআই এর সাবেক পরিচালক ও আহসান মনঞ্জিল সুপার মার্কেটের সভাপতি মো. আফজাল হোসেন এবং বঙ্গবাজার কমপ্লেক্স এর সভাপতি মো. মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

সভায় পুর্নগঠনের বিষয়ে উপস্থিত ১৪ জন বক্তা মতামত দেন। সর্বস্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেতকে সভাপতি ও মো. আনোয়ার হোসেন টুটুলকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ আব্দুর রবকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছরের জন্য ২৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মার্কেট ফেডারেশন