Tuesday 19 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ৫ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৪ ২২:২৬

বগুড়া: বগুড়ার শেরপুরে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় পাঁচ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২ নভেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ। এরআগে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (১ নভেম্বর) রাতে সাবেক এমপি ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাবেক এমপি হাবিবুর রহমানসহ ১৪৭ জনের বিরদ্ধে শেরপুর থানায় বিস্ফোরক আইনে মামলা করা হয়।

বিজ্ঞাপন

ওই মামলায় গ্রেফতারকৃত আসামিরা হলেন-আবুল কালাম মুন্সি (৬০), আবুল কালাম আজাদ (৫৫) সুরুজ্জামান ভাংরী (৬০), ফজলুল হক (৪৭) ও সাইফুল ইসলাম (৫৫)। তারা আওয়ামী লীগের নেতাকর্মী।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, গত ১৭ জুলাই উপজেলার ধুনটমোড়ে আন্দোলনকারীদের ওপর হামলা করা হয়। এসময় মামলার আসামিরা গুলি ও ককটেল ছুঁড়ে ছাত্র-জনতাকে হত্যার চেষ্টা করে। এই ঘটনায় রিফাত সরকার (২২) বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় সাবেক দুই এমপিসহ ১৪৭ জনকে আসামি করা হয়। ওই মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/এসআর

আ.লীগ নেতাকর্মী গ্রেফতার বগুড়া শেরপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর