Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির শেষ পর্যন্ত ভোটে থাকা নিয়ে শঙ্কা


২১ ডিসেম্বর ২০১৭ ১২:৫৬

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে শেষ পযর্ন্ত বিএনপি থাকবে কি না— তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইকবাল হাসান মাহমুদ।

ভোটগ্রহণ শুরুর সাড়ে ৩ ঘণ্টা পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ শঙ্কার কথা জানান তিনি।

ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘বিএনপি ভোটে অংশগ্রহণ করার পরও তাদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। ফলে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কি না— তা নিয়ে শঙ্কা রয়েছে। ইলেকশন কমিশন যে দলীয় কমিশন, সেটা প্রমাণ হয়েছে; মানুষ ভোটের অধিকার হারাচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ধানের শীষের প্রতি মানুষের নতুন আকর্ষণ তৈরি হয়েছে। লাঙ্গলে ভোট দিয়ে মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন পায়নি। নৌকায় ভোট দিয়েও কোনো সুফল পায়নি। সে জন্য ভোট যদি সুষ্ঠু হয়, ধানের শীষ বিজয়ী হবে বলে আমরা বিশ্বাস করি।’

এর আগে লিখিত বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘রংপুর সিটি নির্বাচনে ধানের শীষ প্রার্থী  আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযোগ পাঠিয়েছেন— যদি লাঙ্গল প্রতীকের প্রার্থীর কোনো প্রকার কারসাজি না থাকত, নির্বাচনী মাঠ লেভেল প্লেয়িং থাকত, তাহলে বিএনপি প্রার্থী বিপুল ভোটে জয় পেত।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, আমিনুল ইসলাম, মুনির হোসেন প্রমুখ।

সারাবাংলা/এসও/এজেড

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর