Thursday 02 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিটি-আর্সেনালের হারের রাতে শীর্ষে ফিরল লিভারপুল

স্পোর্টস ডেস্ক
২ নভেম্বর ২০২৪ ২৩:১৫ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৪:০৮

প্রিমিয়ার লিগের শীর্ষে ফিরল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ নিজেদের ম্যাচে হেরেছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। এই সুযোগটা দারুণভাবেই কাজে লাগালো লিভারপুল। অ্যানফিল্ডে ব্রাইটনের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই লিগের শীর্ষে ফিরলেন মোহাম্মদ সালাহরা।

অ্যানফিল্ডে ব্রাইটনের বিপক্ষে ১৪ মিনিটের মাথায় পিছিয়ে পড়েছিল লিভারপুল। ১৪ মিনিটের মাথায় কাদিওলুর গোলে লিড পায় ব্রাইটন। প্রথমার্ধে লিড নিয়েই মাঠ ছাড়ে ব্রাইটন। দ্বিতীয়ার্ধে অবশ্য দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে লিভারপুল। ৬৯ মিনিটে ভ্যান ডাইকের অ্যাসিস্টে কোডি গ্যাপকোর গোলে সমতা ফেরায় স্বাগতিকরা। তিন মিনিটে পরেই জোনসের পাসে বল পেয়ে দারুণ এক গোলে লিভারপুলকে এগিয়ে দেন সালাহ।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। রাতের অন্য ম্যাচে নিউক্যাসেলের কাছে ১-০ গোলে হেরেছে আর্সেনাল। ১২ মিনিটে ম্যাচের একমাত্র গোল আসে আলেকজান্ডার ইসাকের পা থেকে। আরেক ম্যাচে বোর্নমাউথের মাঠে ২-১ গোলে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ৯ মিনিটে আন্তোনি সেমেনয়ো গোলে এগিয়ে যায় বোর্নমাউথ। ৬৪ মিনিটে লিড দ্বিগুণ করেন এভানিলসন। ৮২ মিনিটে এক গোল শোধ করেন সিটির গ্যাভারদিওল। তবে শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি সিটি। প্রিমিয়ার লিগে ৩২ ম্যাচ পর হারের স্বাদ পেলেন পেপ গার্দিওলা।

আর্সেনাল ও সিটির হারে প্রিমিয়ার লিগের শীর্ষে ফিরেছে লিভারপুল। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে তারা। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয় দ্বিতীয় স্থানে নেমে গেছে সিটি। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আর্সেনাল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

আর্সেনাল প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার সিটি লিভারপুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর