Sunday 03 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনায় নাব্য সংকটে ৩৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৪ ১২:৫৬

আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল ফেরি বিপর্যয়, টানা ৩৬ ঘন্টা পর চালু

মানিকগঞ্জ: যমুনা নদীতে তীব্র নাব্য সংকটের কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে টানা ৩৬ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।

রোববার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে পরিক্ষামুলক ফেরি চলাচল শুরু হয়।

এরআগে যমুনার নাব্য সংকটের কারণে শুক্রবার দিবাগত রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় আরিচা ও কাজিরহাট ঘাটে প্রায় সহাস্রাধিক পণ্যবাহী ট্রাক আটকে পড়ে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)’র আরিচা এরিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী ফেরি বন্ধের পর চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত কয়েক দিন ধরে নৌ পথে ডুবোচরের কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। নাব্য সংকট প্রকট আকার ধারণ করায় ফেরিগুলো হাফ লোড করে ঝুঁকি নিয়ে চলাচল করছিল। পানি ক্রমাগত হ্রাসের কারণে নৌপথ আরও সংকীর্ণ হয়ে পড়েছে। যা ফেরি চলাচলকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এ অবস্থায় শুক্রবার (১ নভেম্বর) রাতে ফেরি সার্ভিস পুরোপুরি বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ফেরি বন্ধ থাকায় উভয় পাড়ে সহাস্রাধিক পণ্যবাহী বিভিন্ন ধরণের ট্রাক ফেরি পারের অপেক্ষায় আটকে থাকে।

এদিকে যমুনা নদীর নাব্যতা রক্ষার্থে বিআইডব্লিউটিএর ড্রেজিং ইউনিট ড্রেজিং করায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। রোববার বেলা ১১টা থেকে আরিচা-কাজিরহাট রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু করা হয়েছে বলে জানান ফেরি সেক্টরের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী।

সারাবাংলা/এনজে

নাব্য-সংকট ফেরি চলাচল বিপর্যয় মানিকগঞ্জ যমুনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর