Sunday 03 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বারডেমে ৫০০ জন পাবেন বিনামূল্যে ডায়াবেটিক ফুট স্ক্রিনিং সেবা

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৪ ১৯:১৪

সংবাদ সম্মেলন। ছবি: সারাবাংলা।

ঢাকা: আন্তর্জাতিক প্রস্থেটিক্স ও অর্থোটিক্স দিবস উপলক্ষে সোমবার (৪ নভেম্বর) রাজধানীর বারডেম হাসপাতালে দিনব্যাপী স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করেছে সেন্টার ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড (সিআরপি)। এই ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিক পায়ের রোগ নির্ণয় এবং পায়ের যত্নের বিষয়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ দেওয়া হবে। এ দিন ৫০০ জনকে বিনামূল্যে এই স্ক্রিনিং সেবা দেওয়া হবে।

রোববার (৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক প্রস্থেটিক্স ও অর্থোটিক্স দিবসে পরিচিতি ও আয়োজন নিয়ে করা এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সেন্টার ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড (সিআরপি)।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রস্থেটিক্স ও অর্থোটিক্স দিবসে বিনামূল্যে ডায়াবেটিক পায়ের রোগ নির্ণয় এবং পায়ের যত্নের বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য ৪ নভেম্বর ঢাকার বারডেম হাসপাতালে দিনব্যাপী স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এর আওতায় ৫০০ জনকে ডায়াবেটিক ফুট স্ক্রিনিং সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

দিবসটির গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে জানানোর ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে উল্লেখ করে সিআরপি।

প্রতিষ্ঠানটি জানায়, কৃত্রিম হাত-পা সংযোজন এবং সহায়ক উপকরণ তৈরির মাধ্যমে অন্যান্য পুনর্বাসন পেশাজীবীদের পাশাপাশি বড় অবদান রাখছেন দেশের প্রস্থেটিক্স ও অর্থোটিক্স পেশাজীবীরা। তবে, সেবাগ্রহীতা ব্যতীত সাধারণ মানুষ এই সেবা সম্পর্কে খুব বেশি অবগত নন। মানুষকে এ বিষয়ে জানানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে গণমাধ্যম।

আমরা আশা করবো, আগামী ৫ নভেম্বর আন্তর্জাতিক প্রস্থেটিক্স ও অর্থোটিক্স দিবস উদযাপনের সংবাদ প্রচার করে জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গণমাধ্যম আমাদের সহযোগিতা করবে এবং আপনাদের এই সহযোগিতা নিয়ে আমরা মানুষের মাঝে এই সেবাদান কার্যক্রম ছড়িয়ে দিতে পারবো— উল্লেখ করে সিআরপি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী জনসংখ্যার প্রায় শূন্য দশমিক পাঁচ শতাংশ বা ৩৫ থেকে ৪০ মিলিয়ন লোকের, প্রস্থেসিস বা, কৃত্রিম অঙ্গ, অর্থোসিস বা, সহায়ক যন্ত্র এবং পুনর্বাসন পরিষেবার প্রয়োজন। এই পরিষেবাগুলোর চাহিদা প্রতিনিয়ত উল্লেখযোগ্য হারে বাড়ছে এবং সময়ের সাথে সাথে আয়ুস্কাল ও বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির কারণে এই পরিষেবাগুলোর প্রয়োজনীয়তা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে অনুমান করা যাচ্ছে।

অক্ষমতা এবং অসংক্রামক রোগের বৃদ্ধির কারণে এই শতাব্দীর মাঝামাঝি সময়ে এটি প্রায় এক শতাংশে পৌঁছাবে বলেও ধারণা করা হচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

আর তাই ২০২২ সাল থেকে ৫ নভেম্বর আন্তর্জাতিক প্রন্থেটিক্স ও অর্থোটিক্স দিবস উদযাপন করা হয়। প্রস্থেটিক্স ও অর্থোটিক্স পরিষেবার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং এই প্রয়োজনীয় স্বাস্থ্যসংশ্লিষ্ট প্রযুক্তিগুলোর সহজগম্যতা প্রচার করার উদ্দেশ্যে এই বৈশ্বিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় সিআরপি।

প্রতিষ্ঠানটি জানায়, এ বছর প্রস্থেটিক্স ও অর্থোটিক্স দিবসের প্রতিপাদ্য Enabling & Empowering অর্থাৎ, সক্ষমতা ও ক্ষমতায়ন। এই দিনটি উদযাপনের উদ্দেশ্য হল সাধারণ মানুষকে প্রস্থেটিক্স ও অর্থোটিক্স সেবার ধরন এবং প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রস্থেটিক্স ও অর্থোটিক্স সেবা অঙ্গ-প্রত্যঙ্গের জটিলতা বা অক্ষমতায় আক্রান্ত লক্ষ লক্ষ ব্যক্তির জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রযুক্তিগত অগ্রগতির সাথে সাথে, এই ক্ষেত্রেও উল্লেখযোগ্য উদ্ভাবন বেড়ে চলেছে, যা একজন ব্যক্তির গতিশীলতা, স্বনির্ভরতা এবং সামগ্রিক সুস্থতা বাড়াতে সাহায্য করে।

সিআরপি জানায়, পুরো বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এ বছর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর) ইন্টারন্যাশনাল সোসাইটি অফ প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স (আইএসপিও)-বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (আইসিআরসি) এর সহযোগিতায় প্রস্থেটিক্স ও অর্থোটিক্স দিবস উদযাপন করছে সেন্টার ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড (সিআরপি)। এই দিনটি উদযাপনের উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে প্রস্থেটিক্স ও অর্থোটিক্স সেবার ধরণ এবং প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করা।

সংবাদ সম্মেলনে এ বছর প্রস্থেটিক্স ও অর্থোটিক্স দিবস পালনের নানা কর্মসূচির বিষয় তুলে ধরা হয়।

সিআরপি জানায়, আগামী ৫ নভেম্বর (মঙ্গলবার) ঢাকার নিটোরের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালির মধ্য দিয়ে দিবসটির উদযাপন শুরু হবে। র‍্যালিতে অংশ নেবেন সেবাগ্রহীতা, প্রন্থেটিক্স ও অর্থোটিক্স পেশাজীবী, অন্যান্য সংশ্লিষ্ট স্বাস্থ্য পেশাজীবী এবং সিআরপির স্কুল অফ প্রন্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্সের শিক্ষার্থীরা। র‍্যালি শেষে নিটোরের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হবে।

এছাড়া একই দিন নিটোরে ডায়াবেটিক পায়ের যত্নে প্রস্থেটিক্স ও অর্থোটিক্স পেশাজীবীদের ভূমিকার ওপর একটি কর্মশালার আয়োজন করা হবে। কর্মশালায় ডায়াবেটিক পায়ের যত্নের বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করবেন আইসিআরসি’র শারীরিক পুনর্বাসন কর্মসূচির ব্যবস্থাপক জনাব সুভাস সিনহা।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিটোর—এর পরিচালক কাজী শামীম উজ্জামান, সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর এবং নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব হোসেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিআরপি’র হেড অফ প্রোগ্রামস শাহনাজ সুলতানা, প্রস্থেটিক্স ও অর্থোটিক্স বিভাগের ইনচার্জ সোহানুল নিয়াজ ইমরাম (সাভার ব্রাঞ্চ), প্রস্থেটিক্স ও অর্থোটিক্স বিভাগের ইনচার্জ জান্নাতুল ফেরদৌসী (মিরপুর ব্রাঞ্চ),
শারীরিক পুনর্বাসন কর্মসূচির ব্যবস্থাপক সুভাস সিনহা, আইএসপিও- বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এস এম ইমরান শোয়েব ও জয়েন্ট সেক্রেটারি আবিদুর রহমান বাঁধন।

সারাবাংলা/এসবি/এসআর

ডায়াবেটিক ফুট স্ক্রিনিং প্রস্থেটিক্স ও অর্থোটিক্স দিবস বারডেম

বিজ্ঞাপন

দেশে এখন সবুজ কারখানা ২৩০টি
৩ নভেম্বর ২০২৪ ১৮:৫৯

আরো

সম্পর্কিত খবর