আনুশকার কারণেই কোহলির ছন্দপতন?
৪ নভেম্বর ২০২৪ ১২:২২
ব্যাট হাতে ভারতের হয়ে তিনি গড়েছেন অসংখ্য রেকর্ড। বিরাট কোহলি তার দীর্ঘ ক্যারিয়ারে কিছু ক্ষেত্রে ছাড়িয়ে গেছেন শচীনকেও! তবে সাম্প্রতিক সময়ে ফর্মটা একদম ভালো যাচ্ছে না তার। নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে লজ্জার রেকর্ড গড়ে হোয়াইটওয়াশ হয়েছে ভারত, সেখানেও কোহলি ছিলেন ব্যর্থ। এসব নিয়ে নানা সমালোচনাও শুনতে হচ্ছে তাকে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, পারিবারিক কারণে স্ত্রী আনুশকা শর্মার সাথে দেখা করতে বারবার ইংল্যান্ডে যাওয়াতেই খেলায় পূর্ণ মনোযোগ দিতে পারছেন না কোহলি!
২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোহলি-আনুশকা জুটি। ২০২১ সালে প্রথম সন্তান ভামিকার জন্মের পর থেকে মোটামুটি স্থায়ীভাবেই লন্ডনে বাস করছেন আনুশকা। সেই সুবাদে ক্রিকেট খেলার ফাঁকে ফাঁকে প্রায়ই ভারত থেকে লন্ডনে পাড়ি জমান কোহলি। অনেক সময় সেখান থেকেই উড়ে যান বিদেশের মাটিতে দলের সাথে যোগ দিতে।
কোহলির সাম্প্রতিক বাজে ফর্মের অন্যতম কারণ হিসেবে ভারতীয় সংবাদমাধ্যম দায়ী করছেন আনুশকাকেই। তাদের দাবি, সিরিজের আগে-পরে বারবার লন্ডনে যাওয়া আসা করার কারণেই আগের মতো খেলায় পূর্ণ মনোযোগ দিতে পারছেন না কোহলি। এই কারণেই সাম্প্রতিক সময়ে এমন অনেকভাবেই আউট হতে দেখা যাচ্ছে তাকে যা তার ক্যারিয়ারে আগে কখনোই দেখা যায়নি!
২০২৪ সালে ৬টি টেস্ট খেলেছেন কোহলি। ১২ ইনিংসে তার রান মাত্র ২৫০! ২২.৭২ গড়ে এই রান তুলতে গিয়ে কোহলি হাফ সেঞ্চুরি ছুঁয়েছেন মাত্র একবার। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ৩ ম্যাচে কোহলির রান মাত্র ৯৩! ৬ ইনিংসে দুই অংক ছুঁয়েছেন দুইবার, সর্বোচ্চ রান ৭০। সব ফরম্যাট মিলিয়ে কোহলি এই বছরে খেলেছেন ১৯ ম্যাচ। ২০.৩৩ গড়ে তার রান ৪৮৮, নেই একটি সেঞ্চুরিও! সর্বোচ্চ স্কোর ৭৬, হাফ সেঞ্চুরি আছে দুটি।
পুনেতে স্যান্টনারের ফুলটস বলে আউট হয়েছেন, মুম্বাইতে হয়েছেন রান আউট। কোহলির এমন আউট মানতে পারছিলেন না ধারাভাষ্যকাররাও। ৩৬ বছর বয়সী কোহলি নিজের সেরা সময়টা অনেক আগেই ফেলে এসেছেন, এমনটাই বলছেন সমর্থকরাও।
আসন্ন বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কি ঘুরে দাঁড়িয়ে সমালোচনার জবাব দিতে পারবেন কোহলি?
সারাবাংলা/এফএম