Monday 04 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেবানন থেকে ফিরলেন আরও ৭০ বাংলাদেশি

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৪ ১২:২৯

বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রী। ছবি: সংগৃহীত

ঢাকা: যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৭০ বাংলাদেশি। এ নিয়ে সাত দফায় দেশটি থেকে ফিরেছেন ৩৩৮ জন। দেশটিতে যুদ্ধ পরিস্থিতির কারণে তারা দফায় দফায় দেশে ফিরছেন।

সোমবার (৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, লেবানন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফেরত আনা হয়েছে। যুদ্ধবিদ্ধস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটে করে ৭০ বাংলাদেশি নাগরিককে সম্পূর্ণ সরকারি ব্যয়ে সোমবার বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

প্রত্যাবাসন করা এ সব বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম।

এছাড়া, আইওএম’র কর্মপক্ষ থেকে লেবানন থেকে প্রত্যাবাসন করা প্রত্যেককে পাঁচ হাজার টাকা পকেটমানি, কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক মেডিকেল চিকিৎসার ব্যবস্থা করা হয়।

সারাবাংলা/জেআর/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর