Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীর বস্তি ও হোটেলে যৌথ বাহিনীর অভিযান, আটক শতাধিক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৪ নভেম্বর ২০২৪ ১৩:০৪ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ১৫:২৭

টঙ্গীর ‘জাভান’ হোটেলে অভিযান চালায় সেনাবাহিনী

গাজীপুর: গাজীপুর মহানগরীর টঙ্গীর কেরাণীটেক বস্তিতে ও জাভান হোটেলে যৌথ অভিযান পরিচালনা করে র‍্যাব ও সেনাবাহিনী। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ ২২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ৭২ জনকে আটক করা হয়েছে।

আটক হওয়া পুরুষ ৫১ জন ও নারী ২১ জন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (৪ নভেম্বর) রাত চারটায় শুরু হওয়া অভিযানে বস্তির কয়েকটি ঘর থেকে ৩ ভরি স্বর্ণ, ১০ কেজি গাঁজা ২ হাজার ৫০০ পিস ইয়াবা, ২০ বোতল দেশীয় মদ, ১০ বোতল ফেনসিডিল, দেশীয় অস্ত্রসহ নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকা উদ্ধার করেছে র‍্যাব ও সেনাবাহিনী।

সেনাবাহিনীর আশকোনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

সেনাবাহিনীর ছাড়াও র‍্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে অভিযান হয়েছে। অভিযানে র‌্যাব, পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর প্রায় পাঁচ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

আটক হওয়া আসামীদের সোমবার দুপুরে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা শেষে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

অপরদিকে, টঙ্গীর ‘জাভান’ হোটেলে সোমবার রাত চারটা থেকে দশটা পর্যন্ত চলা যৌথবাহিনীর পৃথক অভিযানটিতে নেতৃত্ব দেন রাজধানী উত্তরা দিয়াবাড়ি সেনা ক্যাম্প কমান্ডার লে. কর্নেল মো. তাহসিন।

হোটেলে অভিযান চালিয়ে ৩,৪৯৪ ক্যান বিয়ার, ৫৯৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় পতিতা বৃত্তির অপরাধে ২৭ জন নারী, হোটেলটিতে আসা ৩২ জন পুরুষ ও হোটেল পরিচালনায় নিয়োজিত ১৮ জনকে আটক করা হয়েছে।

এদিকে, রাতে অভিযান চলাকালে হোটেল পরিচালনার দায়িত্বে থাকা মিল্টন (৪৫) নামে এক ব্যক্তি হোটেলের তিন তলা থেকে লাফিয়ে পালাতে গেলে পাশে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিজ্ঞাপন

পরে টঙ্গী ফায়ার সার্ভিসের আপদকালীন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে মিল্টনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো.শাহিন আলম ‘জাভান হোটেল’ থেকে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে লে. কর্নেল মো. তাহসিন বলেন, ‘টঙ্গীর আমতলী এলাকায় ‘জাভান’ হোটেলে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ ছিল। আজ অভিযান চালিয়ে বিয়ার ও মদ জব্দ করা হয়েছে। সেই সঙ্গে পতিতাবৃত্তি অপরাধে নারী-পুরুষ ও হোটেল পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

সারাবাংলা/এসডব্লিউআর

অভিযান অস্ত্র ও মাদক উদ্ধার টঙ্গী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর