Monday 04 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরাখণ্ডে পাহাড়ি খাদে বাস, নিহত কমপক্ষে ২০

আন্তর্জাতিক ডেস্ক
৪ নভেম্বর ২০২৪ ১৩:২৯

বাসটিতে ৩৫ জনের বেশি যাত্রী ছিল

উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়েছে। এতে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাসটিতে ৩৫ জনের বেশি যাত্রী ছিল। যাদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার অন্তর্গত রামনগরে এই দুর্ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ঘটনাস্থল থেকে যে ভিডিও প্রকাশ করেছে পিটিআই, তাতে দেখা যাচ্ছে, পাহাড়ি খরস্রোতা নদীর ধারে একটি বাস উল্টে পড়ে রয়েছে। বাসেটির অধিকাংশ অংশ তুবড়ে গিয়েছে। স্থানীয় বহু মানুষ বাস থেকে যাত্রীদের উদ্ধার করার জন্য এগিয়ে যাচ্ছেন। ওই অংশে নদী গভীর না হওয়ায় অনেকে নদী পেরিয়ে বাসের কাছে যাওয়ার চেষ্টা করছেন। পুলিশ ও উদ্ধরকারী বাহিনীও উদ্ধার কাজ শুরু করেছে।

আলমোড়ার উদ্ধারকারী বাহিনীর কর্মকর্তা বিনীত পাল বলেন, ‘দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিলেন বলে অভিযোগ।’

স্থানীয় প্রশাসক সঞ্জয় কুমার জানিয়েছেন, ‘পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ভিতরে অনেকেই এখনও আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। প্রশাসনের কাছে দুর্ঘটনাটির খবর যায় সকাল ৯টা নাগাদ। বাসে যে যাত্রীরা ছিলেন, তারাই কোনও রকমে খবর দেন। পুলিশ পৌঁছনোর আগে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়েরাই।’

জেলাশাসক অলোক কুমার পাণ্ডে জানিয়েছেন, ‘৪০ জনের কাছাকাছি যাত্রী ছিলেন বাসটিতে। গাড়োয়াল থেকে কুমায়ুনের দিকে বাসটি যাচ্ছিল। ২০০ মিটার গভীর খাদে সেটি পড়ে গিয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

নিহত পাহাড়ি খাদ ভারত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর