Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিবন্ধী শিশুদের সঙ্গে সময় কাটালেন নেদারল্যান্ডসের দূতাবাসের রাষ্ট্রদূত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৪ নভেম্বর ২০২৪ ১৫:৩৫

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন নেদারল্যান্ডসের দূতাবাসের রাষ্ট্রদূত অ্যান্ড্রে কার্সটেন্স

মানিকগঞ্জ: মানিকগঞ্জে প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান ডিসঅ্যাবল্ড রিহেবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) ও নিকেতন ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঘুরে গেলেন নেদারল্যান্ডসের দূতাবাসের রাষ্ট্রদূত অ্যান্ড্রে কার্সটেন্স।

সোমবার (৪ নভেম্বর) সকাল থেকে টানা চার ঘন্টা প্রতিবন্ধী শিশুদের সঙ্গে সময় কাটান তিনি। এ সময় প্রতিবন্ধীদের পারফরমেন্স দেখে মুগ্ধ হন তিনি।

বিজ্ঞাপন

প্রতিবন্ধী শিশুদের সঙ্গে নেচে গেয়ে পুরো অনুষ্ঠান মাতিয়ে তুলেন রাষ্ট্রদূত এবং এ সময় দেশি-বিদেশি অতিথিরা প্রতিবন্ধী শিশুদের পারফরমেন্স দেখে করতালি দিয়ে তাদের অভিবাদন জানান।

নেদারল্যান্ডসের দূতাবাসের এই রাষ্ট্রদূত প্রতিবন্ধীদের উন্নয়নের পাশাপাশি সেখানকার ফিজিওথেরাপি, সেন্সরি থেরাপি, বিশেষ শিক্ষা এবং কাঠের তৈরি প্রক্রিয়া ঘুরে দেখেন।

তার বক্তব্যে তিনি আন্তর্জাতিক সহযোগিতা এবং উন্নয়নের উপর আলোকপাত করেন। তিনি টেকসই সমাধান তৈরিতে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

নিকেতন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যান্টোইনেট থার্মোসুইজেন বলেন,’বাংলাদেশ ঋতু বৈচিত্র্যের দেশ। আমরা এখানে দীর্ঘ বছর ধরে কাজ করছি। সেবার মান এবং পরিসর বাড়লেও আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা পুনর্বাসন, শারীরিক প্রতিবন্ধকতা সেবক এবং মানসিক বিকাশের লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করছি টেকসই সমাধান তৈরি করতে।’

অনুষ্ঠানে ডিআরআরএ- এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফারিদা ইয়াসমিন তাদের বক্তব্যে গত আড়াই দশকে সংগঠনগুলোর অসাধারণ যাত্রা এবং গুরুত্বপূর্ণ মাইলফলকগুলোকে স্মরণ করেন ।

বিজ্ঞাপন

ডিআরআরএ এবং নিকেতন ফাউন্ডেশন, নেদারল্যান্ডস এর সঙ্গে ২৫ বছরের অংশীদারিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা, ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরজাহান আক্তার সাথী। অনুষ্ঠানে আরও কয়েকজন বিদেশি অতিথিও উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসডব্লিউআর

উন্নয়ন নেদারল্যান্ডস প্রতিবন্ধী শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর