Friday 27 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদুল আলমের বিরুদ্ধে মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৪ ১৬:১৪ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ১৭:৩২

আলোকচিত্রী শহিদুল আলম

ঢাকা: প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলমের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার (৪ নভেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রুলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে শহিদুল আলমের বিরুদ্ধে দায়ের করা মামলা কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আদালতে শহিদুল আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী।

গত বছরের ২৭ নভেম্বর আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে করা তথ্যপ্রযুক্তি আইনের মামলার তদন্ত কার্যক্রমের বৈধতা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। এর ফলে শহিদুল আলমের বিরুদ্ধে এই মামলায় তদন্ত চলবে বলে জানিয়েছিলেন আইনজীবীরা।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ গত বছরের ২৭ নভেম্বর এ আদেশ দেন।

সেদিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় ২০১৮ সালের ৫ আগস্ট শহিদুল আলমকে বাসা থেকে আটক করা হয়। এরপর তার বিরুদ্ধে ‘উসকানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়। এবং একই বছরের ৬ আগস্ট শহিদুলকে রিমান্ডে নেয় পুলিশ। সেই মামলায় দীর্ঘদিন কারাভোগের পর ২০১৮ সালের ১৫ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান তিনি।

পরে মামলার তদন্তের বৈধতা চ্যালেঞ্জ করে  হাইকোর্টে আবেদন করেন শহিদুল আলম। এবং ২০১৯ সালের ১৪ মার্চ মামলটির তদন্ত কার্যক্রমের ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়ে রুল জারি করে হাইকোর্ট। যে রুল গত বছরের ১৩ ডিসেম্বর খারিজ করে দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে শহিদুল আলম আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/ইআ

আলোকচিত্রী শহিদুল আলম

বিজ্ঞাপন

কলেজের গেইট আছে, রাস্তা নাই
২৭ ডিসেম্বর ২০২৪ ২৩:১৭

আরো

সম্পর্কিত খবর