কখন জানা যাবে মার্কিন নির্বাচনের ফলাফল?
৪ নভেম্বর ২০২৪ ১৬:৫৮
মার্কিন স্থানীয় সময় ২৪ ঘণ্টার একটু বেশি সময় পরেই শুরু হতে যাচ্ছে মার্কিন নির্বাচন। তবে প্রশ্ন হচ্ছে এর ফলাফল কখন জানা যাবে?
এর উত্তর নির্দিষ্ট করে বলার সুযোগ নেই। এটা হতে পারে ভোট শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরেই অথবা এক দিন পরে এমনকি সপ্তাহ পরেও। আসলে এটা নির্ভর করে প্রতিযোগিতাটি কেমন হচ্ছে।
২০২০ সালে কে রাষ্ট্রপতি পদে জয়ী হয়েছেন, তা জানতে চার দিন লেগেছিল। ২০২৪ সালে কত সময় লাগবে ভোটের চূড়ান্ত ফলাফল জানতে?
নির্বাচনের সবশেষ জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এসব জরিপে কমলাকে মাত্র ১ শতাংশ এগিয়ে থাকতে দেখা যায়। সুয়িং স্টেট গুলোতেও একই দৃশ্য দেখা যায়। কোনো কোনো রাজ্যে কমলা এগিয়ে থাকলে অন্যটিতে ট্রাম্প এগিয়ে আছে।
বিবিসির প্রতিবেদন অনুসারে, সাতটি সুইং স্টেটের কথা বিবেচনা করলে এটাও হওয়া সম্ভব যে এবারের নির্বাচনের ফলাফল আসতে ২০২০ সালের তুলনায় বেশি সময় লাগতে পারে। তাই বেশ কয়েকটি জায়গায় বিজয়ের খুব সংকীর্ণ ব্যবধান থাকতে পারে, যে কারণে সেসব জায়গায় ভোট পুনঃগণনা করা প্রয়োজন হতে পারে।
অন্যদিকে, কিছু কিছু অঙ্গরাজ্যে যেমন, মিসিগানে দ্রুত ভোট গণনা হচ্ছে। তাই এসব রাজ্যে পূর্বের তুলনায় কম সময় লাগবে।
এর অর্থ হল অনেকগুলি সম্ভাব্য ফলাফল রয়েছে – নির্বাচনের রাতে, পরের দিন সকালে বা সম্ভবত কয়েক দিন বা সপ্তাহ পরে বিজয়ী ঘোষণা করা হয়।
সারাবাংলা/এইচআই