Monday 04 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনে গুলি করেছি তাতে কী হয়েছে: গ্রেফতার পারভেজ

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৪ ২৩:২৩

ছাত্র-আন্দোলনে হামলাকারী হেলমেট বাহিনীর সদস্য পারভেজ

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলাকারী অস্ত্রধারী হেলমেট বাহিনীর সক্রিয় সদস্য ও হাজারীবাগের কিশোর গ্যাং নিয়ন্ত্রণকারী নূর ইসলাম পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) রাতে রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতা ঝাউচর এলাকায় নূর ইসলামকে দেখে চিনতে পারে যে, সে আন্দোলনে হামলা করেছিল। এর পর তারা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোনো তথ্য না দিয়ে উল্টো বলে, ‘আন্দোলনে গুলি করেছি তাতে কী হয়েছে’। তখন উপস্থিত ছাত্র-জনতা পুলিশকে খবর দিলে হাজারীবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে উত্তেজিত জনতার রোষানল থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাকে বৈষম্যবিরোধী আন্দোলনে ১২ বছর বয়সী শিশু আব্দুল মোতালেব মুন্না হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বিকেল ৫ টার দিকে জিগাতলার ওয়ালটন শো রুমের সামনে হাজার হাজার ছাত্র-জনতা কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। সেই আন্দোলনে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ছোড়া গুলিতে ১২ বছরের শিশু আব্দুল মোতালেব মুন্না নিহত হয়। এ ঘটনায় গত ৩০ আগস্ট মুন্নার প্রতিবেশী শেখ মুহা. মাসুম বিল্লাহর (৫১) অভিযোগের প্রেক্ষিতে হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার নূর ইসলাম গত ৪ আগস্ট জিগাতলার ওয়ালটন শো-রুমের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে হেলমেট পরিহিত অবস্থায় ছাত্র জনতার ওপর অস্ত্র দিয়ে হামলা চালায়। হেলমেট পরে হামলা চালানো এবং ৫ আগস্ট মোহাম্মদপুর থানার অস্ত্র লুটের ঘটনায় নূর ইসলামের সংশ্লিষ্টতা রয়েছে। এছাড়া, সে হাজারীবাগের ঝাউচর এলাকার কিশোর গ্যাং নিয়ন্ত্রণকারী। এই কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে ঝাউচর এলাকায় মাদক, মারামারি, চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/পিটিএম

আন্দোলন কিশোর গ্যাং লিডার গুলি টপ নিউজ

বিজ্ঞাপন

ইউপি চেয়ারম্যান বদর গ্রেফতার
৪ নভেম্বর ২০২৪ ২২:১৯

আরো

সম্পর্কিত খবর